আকাশকে বলি চাঁদকে দাও ডেকে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ বা সন্ধ্যাতারায় নয়। কী এতো দেখো ড্যাব ড্যাবে স্বপ্নভাষাহীনতার ঘোলা চোখে? এই যে এখানে মানুষে মানুষে এতো হানাহানি কষ্টদুঃখের জানাজানি, বেশ তো আছো, দেখেও না দেখার ভান করে। যাও, অমাবস্যার দাঁত মেলে ঘুমাও, ঘুমাও স্পন্দনহীনতায়, দেখি না যেন এ তল্লাটে আর হামাগুড়ি দিতে। চাঁদ, একবারের জন্য হলেও থামো, [
বিস্তারিত ]