টিপ টিপে বৃষ্টি, বৃষ্টি-বৃষ্টি হাওয়া, মন্দ লাগছে-না, বিজলী-হীন ভ্যাপসা গরম, অসহনীয়তায় অসহ্য, আমার ভালো লাগছে-না, বিনিশ্চিত; বিস্তীর্ণ ধোঁয়াটে আগুনে হাতের ভিতর ফোঁটা ফোঁটা বিদায়ী বিশ্রাম; উপচে পড়ছে; নিশ্চুপ ভালো-না-লাগা চক্রাকারে প্রস্রবণে বসে বসে তামাশা খেলছে; নির্নিমেষ চ্যাঁচিয়ে বলতে ইচ্ছে করে ভালো লাগছে না-তো কিছুতে, গা ঘেঁষা/পাশ ঘেঁষা নিমের বাতাস গল্পের ছলে উড়ে বেড়াচ্ছে নিরুদ্বিগ্ন [ বিস্তারিত ]