ক্যালেন্ডারের পাতা উল্টায় সময় এগিয়ে যায়, ফেলে আসা সুখ দুঃখের স্মৃতি অতীতের আলমিরায় জমা হয়। ব্যস্ততার ক্লান্তিতে স্মৃতির পাখিরা নীরবতার শপথ করে, অবসরের ঘুম ভাঙ্গে কোন এক নির্জন দুপুরে অথবা ঘুমিয়ে পড়া রাত্রির দ্বিপ্রহরে, ছুটির অবসন্নতায় চোখ যায় জমে থাকা স্মৃতির শীর্ণ রেখার ফাঁলিতে। স্যাঁতস্যাঁতে, বর্ণহীন, পুরাতন স্মৃতির ভাঁজ খুলে, কিচিরমিচির শব্দে ডেকে যায় ফেলে [ বিস্তারিত ]