আমি কিন্তু আর বলিনা, খুব দেখতে ইচ্ছে করছে,কই তুমি? বলবো না আর! মনে পড়লেই খুঁজি নিজেকে, আমার ভেতরেই তোমাকে পুষি, ভালোবাসি! যত্নে আগলে রাখি ত্বকের মত। যেন ব্যাথা না লাগে, যেন অসময়ে ঘুম না ভাঙে। জানো, অদ্ভুত প্রশান্তি আসে, কোনো বাধা নেই, নেই সীমারেখা। যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারি, হাসতে পারি, ভেঙচি কাটতে পারি, বুকে [ বিস্তারিত ]