এ সময়ে আমি খুব ব্যস্ত, সাজাচ্ছি অবসরের সব আয়োজন। অন্যকে সাজিয়ে দেওয়া যতটা সহজ নিজের জন্য ততটাই জটিল কঠিন। এ সাজে কনসিলার, ফাউন্ডেশন সবই চড়া মূল্যের, তারপর ও তোমাদের জলসায় নিজেকে মানানসই রাখা চাই। একা! একদম একা! সম্পূর্ণ একা! ছিলাম, আছি, থাকব! এই রুঢ় সত্যের কনসিলার নিখুঁতভাবে ঢেকে দেয় গুটি বসন্তের সবগুলো দাগ। আর হাসিরছটা [ বিস্তারিত ]