প্রগাঢ় আঁধারে আমি ক্ষুদ্র জোনাক তুমি স্বপ্নের চাঁদ। এমন অমাবস্যার ক্ষনে ডাকবো না আর কোনো দিন। এসো আরকি খুশি খুশি মনে দুটো আগরবাতি একটা নীল সাদা টাঙ্গাইল শাড়ি একটা স্যান্ডো গেঞ্জি গায়ের গন্ধ সমেত রজনীগন্ধার গুচ্ছের মাঝে টকটকে লাল গোলাপ নিয়ে। গ্যাসলাইটারটা আনতে ভুলো না যেন। জ্বালিয়ে দিও আগরবাতি দুটো শাড়িটা নিয়ে যেও ফেরত। গেঞ্জিটা [ বিস্তারিত ]