ঘুরে বেড়ানোর জন্য যতগুলো স্থান আছে তার মধ্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড অন্যতম। ফিফি আইল্যান্ডটা মূলত ফুকেটে অবস্থিত, আর রাজধানী ব্যংকক থেকে বিমান পথে ফুকেটের দূরত্ব ১.১০ মিনিটের পথ। এখানকার সাগরের নীল পানি আপনাকে দেবে বালি বীচের মতো স্বাদ, আর পাথুরে পাহাড়গুলো দেবে পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য হালংবে এর মতোই দেখার অনুভূতি। যেদিকেই তাকাবেন মনে হবে সব [ বিস্তারিত ]