তোমাকে ভুলতে গিয়ে ধূলো পড়া তানপুরাটা পড়ে আছে এককোণে, বসন্তবৌরি শিরিষের ভেজা ডালে পালকের প্রাচীর ঘেঁষে শুয়ে আছে আনমনে। ঠোঁটের গালিচায় বিবর্ণ পদ্মদ্বয়ের ছটফটানি, তবুও তোমাকে ভোলা গেলো না, রুদ্ধ হলো না স্রোতস্বিনী স্মৃতিগুলো; যা আজো বহমান হৃদয়ের বালুকাবেলায়। পরদেশী মেঘগুলো আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে চোখের রেটিনায়, অকস্মাৎ ঝরবে শ্রাবণের বারি হয়ে। কামনার আগুনে পুড়ে যায় [ বিস্তারিত ]