নতুন বাড়িতে উঠেছি অল্প ক'দিন হলো। কিছু ইন্টরিয়রের কাজ করায় বাড়ির কাজ আর শেষই হচ্ছিল না। টাকার ঘাটতি থাকলে যা হয় আরকি। বউয়ের পিড়াপিড়িতে কিছু কাজ অসমাপ্ত থাকার পরও পুরান বাড়ি ছেড়ে হুট করেই নতুন বাড়িতে চলে এসেছি। আট ভাই তিন বোনের বিশাল সংসার আমাদের, তো নতুন বাড়িতে সবাইকে দাওয়াত দেওয়াটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। [ বিস্তারিত ]