আজ প্রিয় কবির জন্মদিন। নাম তাঁর দুখু মিয়া। আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অনন্ত দুঃখের নহরে ছিল যার বাস। নামের সাথেই যেন জীবন গড়া। জীবিকার তাগিদে কতো কিছুই না করেছেন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। মসজিদের মুয়াজ্জিন, লেটোর দলে গান, রুটির দোকানে কাজ। সেই ছোট্ট বেলায় " ভোর হলো দোর খোলো দিয়ে" পরিচয়। এরপর [ বিস্তারিত ]