চশমাওলা সিরিজের বাকি বাণীগুলো আর দেবো না। থার্ড আই বলে একটা কথা আছে। সেই সিরিজের বেশীরভাগ বাণীতেই বাইরে প্রাপ্তমনস্ক কিংবা হার্ডকোর শব্দ থাকলেও, ভেতরে ছিল আড়াল করে রাখা গুমট গল্প বা ডার্ক স্টোরী। ফলে অনেকের মনে হয়েছে অশ্লীল, কারো মনে হয়েছে মজার, কারো কাছে সিরিয়াস। তবে প্রাপ্তমনস্ক ঢেউয়ের বুননে বাণীগুলো নির্মিত হওয়ায় হয়ত কতৃপক্ষের মনে [ বিস্তারিত ]