জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যে তাঁর আগমন অনেক টা ধুমকেতুর মতো করে। আমার কাছে মনে হয় তিনি আসলেন, জয় করলেন। শিউলি ফুলের মতো সুবাস ছড়িয়ে স্বল্প সময়ে আবার হারিয়ে গেলেন। যদিও বেঁচে ছিলেন অনেক বছর। কিন্তু সাহিত্য জগতে তাঁর বিচরণ খুবই স্বল্প সময়ের। এই স্বল্প সময়ে তিনি রেখে গেছেন অমূল্য সম্পদ। কবি হিসাবে পরিচিত হলেও বাংলা সংগীত জগতে তাঁর অবদান অনস্বীকার্য। এছাড়া লিখেছেন গল্প, উপন্যাস, নাটক। ” বিদেহী” কবিতা এক অনবদ্য রচনা। যত পড়ি ততই বিস্মিত হই। কবিতা প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। কবির রচিত ” সাম্যবাদী” কবিতা টি পাঠ করার ক্ষুদ্র চেষ্টা। আবৃত্তির লিন্ক।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid025d1EyCMKWcNZLXkU6TMvZLuoscqg9JesRzz9F6sfS9yHiMbNZgKVc1x9Rf6wmm67l&id=100002535253089

৫১৭জন ৩৯৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ