স্বপ্ন সেতু পদ্মা নির্মিত হচ্ছে অনেক দিন হল। এই নির্মান যজ্ঞ দেখার জন্য বেশ কিছু দিন যাবৎ যাই যাই করেও যাওয়া হচ্ছিল না। অবশেষে শিকে ছিড়ল কয়েক দিন আগে। পদ্মা নদীতে স্পীডবোট নিয়ে নির্মায়মান সেই সেতু দেখা নিয়েই আজকে আমার ফটোব্লগ।
(২) মাওয়ার শিমুলিয়া ঘাটে যাত্রীর অপেক্ষায় থাকা স্পীডবোট।
(৩) স্পীডবোটে চড়ে সেতুর দিকে ছুটে চললাম পদ্মার জলরাশির উপর দিয়া।
(৪) এক সময় বেশ কাছ থেকে নজরে এলো দীগন্ত বিস্তৃত আমাদের স্বপ্নের পদ্মা সেতু।
(৫) নানা যন্ত্রপাতিতে চলছে ব্রীজ নির্মানের কাজ।
(৬) পদ্মার চড়ের একটা গ্রামের কিছু বাড়িঘর।
(৭/৮) অন্য পাশে বিশাল ভাঙ্গনের মুখে পদ্মার চড়।
(৯/১০) আছে নানা রকম জলযান, তবে এই সময়টাতে এখানে পাল তোলা কোন নৌকা দেখিনি, সবই ইঞ্জিন চালিত।
(১১) চড়ে ঢোকার একটা নৌকা ঘাট।
(১২/১৩) এই সময়টা হলো কাশ ফুলদের বিদায় বেলা।
(১৪) আর অল্প একটু জুড়লেই পুরো পদ্মা সেতুর মূল কাঠামো এক হয়ে যাবে।
(১৫/১৬) এই নির্মান যজ্ঞের প্রাথমিক কাজ করছে যারা।
(১৭) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত।
(১৮/১৯) মাওয়া ঘাটের কাতলা, ইলিশ আর আইড় মাছগুলো।
(২০) ড্রাইভার আগেই ফোন করেছিলো, কিন্তু স্পীডবোটের বাতাসে ঠিক বুঝতে পারিনি। পার্কিংয়ে এক পাগল এসে ইট দিয়ে আমার গাড়ির গ্লাসটা গুড়িয়ে দিয়েছিলো। কি আর করা, পাগল বলে কথা। গ্লাস ভাঙার বিষয়টা বাদ দিলে ভ্রমণটা অত্যন্ত চমৎকার হয়েছে এটা বলা যায় নিঃসন্দেহে।
৩৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শেষটাতে মন খারাপ হলেও, এতকাছে থেকে স্বপ্নের সেতু আপনার চোখে দেখত পেয়ে আনন্দিত।
দক্ষিণের স্বপ্ন এটি পেরিয়ে ঢাকা যাওয়া।
অনেক অনেক দিন পর পেলাম আপনাকে।
কামাল উদ্দিন
একজন ঘটনা শুনে বলেছিলো পাগলায় নাকি আমাকে ভালো কিছু দিয়া গেল, জানিনা কি দিল…….শুভেচ্ছা জানবেন বড় ভাই।
ফয়জুল মহী
চমৎকার , মুগ্ধ হলাম I শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্য I
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাইজান, শুভ কামনা জানবেন।
আলমগীর সরকার লিটন
অসাধারণ ছবিগুলা কামাল দা
কামাল উদ্দিন
সব সময় চেষ্টা করি ভালো কিছু ছবি তুলতে, ভালো থাকবেন লিটন ভাই।
শামীম চৌধুরী
স্বপ্ন পূরন এখন মাত্র সময়ের ব্যাপার।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
দারুন লেখনি।
কামাল উদ্দিন
হুমম, সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছি আমরা, ভালো থাকবেন বড় ভাই।
সুপায়ন বড়ুয়া
স্বপ্নের পদ্মা সেতু। এখন স্বপ্ন নয় বাস্তব।
দক্ষিনাঞ্চলে বইবে এখন উন্নয়নের উৎসব।
শেখের বেটি প্রমান দিল
আন্তরিকতা থাকলে সবই সম্ভব।
একটি দেশের সকল জেলায় সমান সুযোগ
সুনিশ্চিত করাই হল সুশাষন আর গনত্ন্ত্র !
আপনার ছবিতে হল প্রাণবন্ত। শুভ কামনা।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, বিদেশীদের তালবাহানা উপেক্ষা করে পদ্মা সেতু করাটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ। আশা করছি সময় মতোই আমরা এই সেতু ব্যবহার করা শুরু করতে পারবো………শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
বিদায়ের কাশফুলের ছবিও এতো সুন্দর হয় তা দেখলাম। কিন্তু মুখে কারোরই মাস্ক নেই কেন? অনেক দিন পর আপনার লেখা পড়লাম আর ছবি দেখে মুগ্ধ হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ওখানকার সৌন্দর্য্য সত্যিই অনন্য ছিলো। আর আমাদেরও মাস্ক ব্যবহার করা উচিৎ ছিলো। ভালো থাকবেন সব সময়।
প্রদীপ চক্রবর্তী
সবকিছু বেশ ভালো লাগলো।
শেষবেলা পাগল এসে ঢিল ছুড়ে গাড়িটা দিল শেষ করে😭
ছবি দেখে মন চায় আপনার সাথে ঘুরতে দাদা।
ভ্রমণ সবসময় আনন্দের হোক।
ভালো লাগলো,দাদা।
কামাল উদ্দিন
আপনার সাথে আপনার এলাকায় একদিন ঘুরতে আসবো আশা করছি এই শীতেই, ভালো থাকবেন দাদা।
প্রদীপ চক্রবর্তী
অপেক্ষায় থাকলাম, দাদা।
কামাল উদ্দিন
আশা করছি অপেক্ষার অবসান ঘটবে।
আরজু মুক্তা
আপনার কারণে আমিও পদ্মাসেতু ঘুরে এলাম
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকবেন সব সময়।
রোকসানা খন্দকার রুকু
মুগ্ধ হলাম ছবিও গল্প পড়ে।
শুভ কামনা রইলো ভাইয়া।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আমি ছবি দিয়েই গল্প বলার চেষ্টা করি, বাস্তবে পেটে বোমা মারলেও ভেতর থেকে গল্প বের হবে না।
সঞ্জয় মালাকার
দাদা,এতকাছে থেকে স্বপ্নের সেতু আপনার চোখে দেখত পেয়ে আনন্দিত।
ছবি গুলো অসাধারণ, আপনার জন্য শুভ কামনা রইলো।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন দাদা, আমি সব সময় চেষটা করি ভালো কিছু ছবি তুলতে, কিন্তু বাস্তবতা হলো অতোটা ভালো ছবি তুলতে হলে ক্যামেরা চালানোর যেই শিক্ষা সেটা আমার না, ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
দাদা যেমনি হোক, আমার কাছে আপনার ছবি গুলো প্রিয়,
ধন্যবাদ দাদা শুভ কামনা।
কামাল উদ্দিন
উৎসাহিত হলাম আপনার কথায় দাদা।
সাবিনা ইয়াসমিন
পদ্মা সেতু পাড়ি দিয়ে কোথাও যাওয়া হবে না, তারপরও আমি আনন্দিত আমাদের দেশে এতো সুন্দর একটি নান্দনিক সেতু তৈরী হওয়াতে।
ছবি ৭/৮, দেখার পর মন ভারাক্রান্ত হয়ে গেছে। পদ্মার ভাঙ্গনে আমাদের গ্রামের কিছুই অবশিষ্ট নেই, এই ভাঙ্গনের কবল থেকে কবে সবাই মুক্তি পাবে উপরওয়ালাই জানেন।
ছবি ৯/১০- ক্যাপশনে টাইপ মিস হয়েছে। পাল তোলা হবে।
অনেক দিন পর ব্লগে আপনাকে পেয়ে খুশি হয়েছি কামাল ভাই। আশা করছি এখন থেকে নিয়মিত আপনাকে দেখতে পাবো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
পদ্মা সেতু পাড়ি দিয়া কোথাও না যাওয়ার স্বপথ কেন আপু? আমাদের নদীর পাড়ের মানুষদের ভাঙ্গা গড়ার খেলাটা কবে শেষ হবে কে জানে? ভুল সংশোধন করে নিয়াছি……….ভালো থাকবেন আপু, শুভ সকাল।
সাবিনা ইয়াসমিন
ওটা পাড়ি দিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই তাই 🙂
নতুন পোস্ট দিন, আর কত দেরি করবেন সেতু ভাই?
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা উপহার দেওয়া র জন্য অশেষ ধন্যবাদ
শুভকামনা রইল সতত
কামাল উদ্দিন
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
হালিম নজরুল
আমিও গিয়েছিলাম কিছুদিন আগে। দেখলে বুক ভরে যায় আনন্দে।
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ নজরুল ভাই।
জিসান শা ইকরাম
আর মাত্র চারটি স্প্যান, এরপরেই জোড়া লেগে যাবে আমাদের স্বপ্ন। স্বপ্নের পদ্মা সেতু।
ভালো লেগেছে এমন পোষ্ট।
খারাপ লাগছে আপনার গাড়ির অবস্থা দেখে।
শুভ কামনা।
কামাল উদ্দিন
একজন বলল পাগল আমাকে ভালো কিছু দিয়াছে, সুতরাং অপেক্ষায় আছি আমার ভালোটা দেখার জন্য…….ভালো থাকবেন ভাই।