ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী মিনারকোট পদ্মবিল। টিভির খবরটা দেখেই কয়েকজন বন্ধু নিয়ে ছুটে গিয়েছিলাম পদ্মবিল দেখতে। প্রত্যন্ত অঞ্চল হলেও ওখানটায় গাড়ি নিয়ে যাওয়ার মতো ভালোই রাস্তা রয়েছে দেখে চমৎকৃত হয়েছিলাম আমরা। শাপলা ফুলদের মতো অবাধ বিচরণ সারাদেশে পদ্মফুলদের নেই বলে ওদের প্রতি আকর্ষণটা আমাদের অন্যরকম। আগে আমি পদ্মফুলদের দেখার [ বিস্তারিত ]