গাংয়ের বা নদীর উপর উড়ে বেড়ায় এমন চিল বিশেষ পাখিকেই আমরা গাংচিল বলে থাকি। অন্যান্য পোকা মাকড় খেলেও বকদের মতোই এদের প্রাধান খাদ্য মাছ। তাই গাংচিলদের সাধারণত আমরা দেখতে পাই জলাশয় নদী ও সাগরের আশেপাশে। তবে আমাদের আভ্যন্তরিন নদীতে এদের কমই দেখা যায়। বাংলাদেশে এদের সাধারণত দেখা যায় সাগরের আশেপাশে। কয়েক দিন আগে নারকেল জিনজিরা দ্বীপে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পথে নাফ নদী এবং বঙ্গোপসাগরে গাংচিলগুলো সারাক্ষণ কিচির মিচির করে আমাদের জাহাজের পিছু নিয়ে যেভাবে সঙ্গ দিয়ে আমাদের ভ্রমণ আনন্দটা অনেক গুন বাড়িয়ে দিয়েছিলো। আর ওদের ছবি তুলে আমিও খুবই মজা পেয়েছিলাম। আজকের ছবি পোষ্ট আমার ক্যামেরায় ধরা পরা সেই গাংচিলদের নিয়েই।
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
(১৭)
(১৮)
(১৯)
(২০)
(২১)
(২২)
(২৩)
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পাখিদের উপর থেকে ছবি নিলেন কীভাবে!
২৩ এর ছবিটি খুব সুন্দর।
কামাল উদ্দিন
জাহাজের উপরে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম, পাখিগুলো কখনো উপরে, নিচে বা সান্তরালে উড়ছিলো আর আমি ছবি তুলছিলাম। ধন্যবাদ বড় ভাই, শুভ কামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
কি বলে ডাকব ভাবি
পাখির নানান ছবি
কোনটা রেখে কোনটা দেখি
সবটাই ভাল ছবি।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, আপনার কাব্য কমেন্টের আমি বরাবরই ভক্ত।
ফয়জুল মহী
অপূর্ব , মুগ্ধতা রেখে গেলাম।
কামাল উদ্দিন
আমি আপনার মুগ্ধতা নিয়ে গেলাম।
হালিম নজরুল
আহ! কি অপূর্ব!
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন নজরুল ভাই
নাজিয়া তাসনিম
খুব সুন্দর!
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি ছবিই অসাধারণ।পাখিগুলো ও এত সুন্দর । আবারও ধন্যবাদ আপনাকে। আপনার জীবন ধন্য , সেই সাথে আমাদের ও ধন্য করলেন। ভালো থাকবেন
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন আপু, আসলে জীন একটাই একে সব সময় উপভোগ করার চেষ্টা করা উচিৎ
ইসিয়াক
খুব সুন্দর প্রতিটি ছবি।
খুব ভালো লাগলো।
কামাল উদ্দিন
ধন্যবাদ ইসিয়াক ভাই, ভালো থাকুন সব সময়।
মনির হোসেন মমি
খুব পরিশ্রমি সর্ট। খুব ভাল তুলেছেন।
কামাল উদ্দিন
হুমম, ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
উড়ন্ত পাখিদের এমন ছবি তোলা কঠিন, আমি তো তুলতেই পারিনা।
পদ্মা নদীতে মাঝে মাঝে দেখি গাংচিল।
ফটো ব্লগ সুন্দর হয়েছে।
কামাল উদ্দিন
ধন্যবাদ ইকরাম ভাই, গুণী লোকদের এমন মন্তব্য আমাকে খুবই উৎসাহিত করে।