চলন্ত সড়কে হঠাৎ পাশ কেটে গেলো পারফিউমের একটি পরিচিত সু-ঘ্রাণ।আমচকাই ডাক দিয়ে বসলাম। -এইযে শুনছেন? হাতে তার একটি বড়সর ব্যাগ ছিলো,চোখে পড়েছেন লীনফ্রেমের চশমা।মেয়েটি ঘুরে দাড়াতেই দুষ্টু হাওয়া তার চুলগুলোতে সমুদ্রের ঢেউ তুলে গেলো। মুখো মুখি দুজনে। মেয়েটি উড়ন্ত শাড়ীর ঠিক করে আমাকে দেখে চমকে গেলো। //আরে আপনাকেতো খুব চেনা চেনা লাগছে ! //হয়তো [ বিস্তারিত ]