অগ্রহায়ণ আসলে গ্রাম জুড়ে ইরিধানের দাম্ভিকতা বেড়ে যায়। সে সুযোগে রাখালিয়া মেয়েটির কাজল চোখে হেমন্তের বাহার বাড়ে।
ইচ্ছামতিও স্রোতহারা হয়ে আপন লাজুকতায় ছুটে চলে। ইরিধানের মাঠ জুড়ে আছে কেবল সুগন্ধিময়।
বিকেল হলে কবির কাব্যপাঠে ডাহুক পাখিরা আসে।
জানালার ফাঁক দিয়ে আলতো রোদে হিমেল বাতাস ঢোকে। ধূপ ধুনার গন্ধে গোধূলিসন্ধ্যা নামে।
আকাশের ধবল মেঘের মতো একঝাঁক মাঠের গরু গোষ্ঠগৃহ ফিরে। সে গোধূলিতে ঘরমুখো পাখিরাও আবাসনে ফিরে।
সন্ধ্যা হলে পাড়ার অলিগলিতে চায়ের কাপের চুমু,
মনে করিয়ে দেয় হেমন্তের গায়ে শীত এসেছে।
জলরাশি ঠাণ্ডা হলে কর্পূরের গন্ধ আরও গাঢ় হয়ে ওঠে। পাতারাও কুয়াশার নির্যাস মাখে।
ভালোবাসা চাওয়ার তাগিদে, ধুলোময় মিছিলে পড়ে থাকে বিদ্রোহীর চিঠি।
অক্ষরে অক্ষরে বিচ্ছেদ আসে।
বিকিয়ে যায় যৌবন।
কিন্তু আজও আমাদের প্রেমিক হয়ে ওঠা হলো না।
বরং প্রাচীরের শতবর্ষের ক্লান্ততা ঘিরে আছে।
আজও অনেক রাত অগোচরে চলে যায়,
না বলা কথায়। অনেক স্মৃতি হারিয়ে যায়,
শৈবালের গা ঢাকায়।
যে চাঁদের আলো মেখে কবিতা লিখতে বসতাম,
সে কবিতার শব্দরাও হারিয়ে গিয়েছে।
শূন্যতা নিয়ে প্রেমিক হওয়া যায়না, প্রিয়।
তাই প্রতিটি শব্দের অক্ষর জুড়ে কেবল বিচ্ছেদ।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার অনুভূতি প্রকাশে মুগ্ধ হলাম।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
কবিতার প্রতি অক্ষরে মুগ্ধতা জমে যাচ্ছে,
অসাধারণ এক কবিতা লিখেছো প্রদীপ!
প্রিয়তে যোগ করলাম 🙂
ভালো থেকো, অনেক অনেক লিখো। দোয়া রইলো। 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
অনেক প্রাপ্তি।
কৃতজ্ঞতা জানাই,দিদি।
আপনিও অনেক ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অসাধারণ শব্দচয়নে, কাব্যকথনে কবিতা দারুনভাবে অলংকৃত হলো । আপনার জন্য একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
ভালো থাকুন অনেক।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ শব্দ চয়ন সবার মতই বলব খুব সুন্দর হয় আপনার কবিতা। গ্রামীণ সমাহারে প্রেমিক মনের আকুতি।
শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
আপনার মতামতে মুগ্ধ।
সাধুবাদ জানাই, দিদি।
জিসান শা ইকরাম
এই লেখায় শব্দের বিচ্ছেদ তো খুঁজে পেলাম না,
কত সুন্দর শব্দের মালা।
শূন্যতা দূর হয়ে যাক।
অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
দাদা,
ভালোবাসা চাওয়ার তাগিদে, ধুলোময় মিছিলে পড়ে থাকে বিদ্রোহীর চিঠিতে ছিলো কেবল অক্ষরের বিচ্ছেদ।
.
অনেক প্রাপ্তি।
সাধুবাদ,দাদা।
আরজু মুক্তা
হেমন্তের দুটি চিত্র দেখা যাচ্ছে। একটাতে আনন্দময় পরিবেশ। আর একটাতে প্রেমিক না হয়ে উঠার কারণে চিঠি লিখতে না পাওয়ার কারণে, শব্দের বিচ্ছেদ।
এখানে রূপক অর্থে হেমন্তের বিচ্ছেদ। সে আমাদের নতুন কিছু দিয়ে নিঃস্ব হবে।
দারুণ হয়েছে।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত।
অনেক শুভেচ্ছা রইলো, দিদি।
তৌহিদ
শব্দের ঝংকারে এই লেখাটি যেন পূর্ণতা পেয়েছে। অসাধারণ কবিতা পড়লাম দাদা। শুভ কামনা সব সময়।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি।
সাধুবাদ,দাদা।