সুনীলদা’র মতো পাহাড় কিনতে পারি নি বলে আজও কেউ ভালোবাসেনি!
কেউ কথা রাখেনি।
এমনকি কেউ পাশে থাকার প্রতিশ্রুতি দেয় নি।
আমারও তো পাহাড় কেনার সখ ছিলো।
খুব করে ভালোবাসবার ইচ্ছে ছিলো।
স্বপ্ন ছিলো সবুজ দূর্বাঘাসের উপর দাঁড়িয়ে রাতের জোছনা দেখবার।
কথা ছিলো শীতার্ত ও সকরুণ সুরে ডাকা ডাহুকের আত্মকাহিনী নিয়ে লেখা!
আর কি কথা ছিলো জানো?
তুমি আমার এক বিশ্বস্ত সঙ্গী হবে।
আমি হবো এক শিল্পসম্মত প্রেমিক!
ঐ পাহাড়ের বুকে থাকবে আমাদের ছোট্টখাট্টো একটা বসতি।
অথচ পাহাড় কেনা হয় নি!
তোমাকে চাইতে গিয়ে ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি পাইনি।
কেবল পেয়েছি উপেক্ষা, অবহেলা আর অজুহাত।
এতসব উপেক্ষার মাঝে আজও তোমার অপেক্ষার প্রহর গুনি!
আজও তোমার ছবি আঁকি।
চেয়ে থাকি সে ছবির দিকে নির্নিমেষে।
আমার বিশ্বাস তুমি ফিরবে!
যখন মনে পড়বে আমায় –
তুমি হাত বাড়িয়ে দিও,
আমি মুঠোভর্তি এক আকাশ ভালোবাসা আর সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেবো।
তোমায় জড়িয়ে নেবো খুব করে।
পাহাড় কিনতে না পারলেও কবিতার পাহাড় গড়ে নেবো।
ঠোঁটের তুরুপে তোমায় ছুঁয়ে দেবো!
আর মনে করিয়ে দেবো আমি একদিন তোমার খুব কাছের ছিলাম।
যেমন নদী আর পাহাড় খুবি কাছাকাছি হয়।
..
ছবিঃ সংগৃহীত।
১৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
এমনই হয়, একজন খুব করে চায়। অন্যজন অবহেলায় মারিয়ে চলে যায়। এজন্যই বোধহয় ভালোবাসা মূল্যবান, সবাই খুঁজে ফেরে। কবিতায় শুভকামনা 🌹
প্রদীপ চক্রবর্তী
ডুবুরির মতো সারাজীবন যেন খুঁজে বেড়ানো।
শুভেচ্ছা, দিদি।
সঞ্জয় মালাকার
পাশে থাকার প্রতিশ্রুতি দেয়,
কিন্তু স্বর্থ থাকলে প্রতিশ্রুতি বেদনাময় ক্ষত!
ভালো থাকবেন দাদা শুভ কামনা //
প্রদীপ চক্রবর্তী
স্বার্থ এক পাক্ষিক হলে সম্পর্কে জড়াতে নেই!
যথার্থ বলেছেন।
ধন্যবাদ, দাদা।।
নিতাই বাবু
আপনার লেখায় ভালোবাসার রং ছড়ায়! ভালোবাসার ভালোলাগা না লাগা অনুভবে আন যায়!
প্রদীপ চক্রবর্তী
এ যেন প্রাপ্তি যোগ।
অনেক ভালো থাকবেন, দাদা।
মনির হোসেন মমি
খুব ভাল লাগল পদ্য।
প্রতিশ্রুতি দেয়া নেয়া সমান্তরাল না হলে ভালবাসা হয় না।
প্রদীপ চক্রবর্তী
একদম,
সাধুবাদ আপনাকে, দাদা।
সৌবর্ণ বাঁধন
নদী আর পাহাড় খুব কাছাকাছি তবু নদী ক্রমশ দুরেই প্রবাহিত হতে চায়। কবিদের কখনো হয়ত পাহাড় কেনা হয়না তবু বুকের ভিতর হিমালয় আল্পস নিয়ে তাদের বসবাস। শুভকামনা জানবেন কবি।
প্রদীপ চক্রবর্তী
সত্যি বলেছেন।
একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা রইলো।
হালিমা আক্তার
নদী আর পাহাড় কাছাকাছি হলেও। নদী কিন্তু পাহাড় ছেড়ে সাগর পানে ছুটে যায়। পাশাপাশি থেকেও দূরে চলে যাওয়া। চমৎকার কবিতা। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বেশ বলেছেন।
অফুরন্ত শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
শপথ গুলো ভাঙার জন্যই হয়তো করা হয়।
কথা দিয়েও তাই কথা রাখা হয় না।
ভালোবাসার বিশাল পাহাড় পেরিয়ে যার দৃষ্টি আকাশে উঠে যায়, নদীতে তার ফেরা হয় না।
মর্মস্পর্শী কবিতা।
ভালো থেকো প্রদীপ। শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অনেক ভালো থাকবেন, দিদি।