জীবনে, তুমিহীন জাগে কষ্ট বুকটা চিনচিন রোদ্রের কড়া তপ্তশুষ্ক আদরহীন মুখে আসেনা কান্না, চোখ জলহীন তবুও চলমান ফিরে ঘরকষহীন। শীতের শুস্কদাহ্য, ফাটে ঠোঁট রক্ত নাহি চাই থাকতে তনুতে আছেই বা কি থাকবেই বা কি? সব গেছে উচ্ছুন্নে তরীহীন তট। কি চাও ভগ্ন দেহ, আরো ভাংতে! জ্বালো আরো আগুন এই শরীরে ধরাও জ্বালা ধরায় ধ্বংসের অন্তে [ বিস্তারিত ]