শব্দগুলো ঠাঁয় দাঁড়িয়ে থাকে মার্জিনের শর্ত মেনে অলঙ্ঘনীয় সুর তুলে সোচ্চার হাঁকডাক, একজন দক্ষ কলম বাহক চাই- একটি কবিতা সাজতে একজন কবি চাই... শুন্য আসন থেকে উঠছে শুধুই শেষাংকের সানাই। আমরা আর কী খুঁজছি এ বেলায়! কোলাহল মুখরতা সব ভেঙেচুরে নিয়তি মেপে সাঙ্গ হবে রঙের হাটবাজার। তবে কিসের এত শুন্যের অহংকার! রোজকার দিনলিপি এইখানে লিখে [ বিস্তারিত ]