/ ফুলটোক্কা-
লেবাস চড়িয়ে হাঁটতে বের হওয়া যেতেই পারে। যেতে পারে ফুলটোক্কায় অংশ নেয়া!
তারপর সেঁধিয়ে যেতে ইচ্ছে হলে; বড়জোড় আষাঢ় কিংবা শ্রাবণের মধভাগ ছিঁড়েখুঁড়ে একটা শুভ্র সাদা মেঘ নিয়ে খেলা যেতে পারে এক্কাদোক্কা!
সন্তপর্ণে ঢাক – রাখ রেখেই হাত পৌঁছে দেয়া যেতে পারে কোনো পৌরাণিক খোলা বইয়ের পৃষ্ঠায়।
আমি নির্বাক চোখ
নিশ্চুপ ঠোঁট এঁটে শুধু লেবাসটাই দেখছি।
অতল অভিপ্সার ডামাডোল কানে এসে ঠেকেনি বলে….
আমি শুধু চড়ানো লেবাসটুকুর পরিচয় বলতে পারি….
/ বেনামী-
আমি অতল থেকে জেগে উঠতে চাওয়া এক মাস্তল ভাঙা জাহাজের নাবিক। সময়ের ফাঁক খুঁজে চলি রক্তের ঢেউ সাঁতরে। যে সমুদ্রের নাম নেই… সেখানেই বালুচরে বেঁধেছি ঘর। উপুর হয়ে থাকা আকাশের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে করে যাই চিৎকার। নালিশ নয়, নয় অভিশাপ- সময় বলে দেবে সময়ের দায়ভার.…
/ অচীন-
বটবৃক্ষের মত হইনি
হলে ভালো হতো।
মাটির মত হতে চেয়ে…
হলে ভালো হতো।
হিজলের মত হইনি….
হলে ভালো হতো।
ঘাসের মত হইনি….
হলে ভালো হতো।
পাথরের মত হইনি….
হলে– ভালো হতো।
তুলোর মতও হইনি….
হলে ভালো হতো–
ভীষণতরো বৃষ্টি ভালবাসি বলে.…
মেঘ খুঁজতে খুঁজতে ভুলেই গেছি
আমি কার মত!¡
ছবি- সোনেলা গ্যালারি থেকে।
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই প্রিয় কবি লিপি আপু আপনার লেখা পড়ে অনেক ভয় পায়ছি
কারণ আপনার লেখা পড়ে সেই জায়গাতে উ হু করে উঠল
ভাল থাকবেন———–
বন্যা লিপি
কিসে ভয় পেলেন লিটন ভাই? কোন জায়গাটা উ হু করে উঠলো,একটু যদি বলতেন! তাহলে বুঝতে পারতাম লেখায় ভুল হলো কোথায়?
রোকসানা খন্দকার রুকু
আমরা আসলে আমার মতো। প্রত্যেক চরিত্রই আলাদা রং, রুপ, বৈচিত্র্যময়।
অশেষ শুভকামনা 🌹
বন্যা লিপি
প্রতিঘাত প্রতিহত করার জন্য যখন যেমন প্রয়োজন! তেমন তেমন হতে পারাটা সময়ে সময়ে খুব প্রয়োজন। অথচ কিছুই হওয়া হয়ে ওঠেনা স্বভাবের মত…. এটাই বোঝাতে চাওয়া।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
লেবাস সেটাও সুমধুর হই যদি সারা জীবন সেই লেবাসধারী হয়ে প্রিয় হয়ে থাকে একান্ত আপন হয়ে।
কয়দিন আর থাকব থাকিই আপনলেবাসে আপনাতে।
বন্যা লিপি
লেবাস বিতর্কিত না হলেই সুমধুর। লেবাসের আড়ালে যদি অন্য লেবাস থাকে! তখনই সাদা মেঘ ছিঁড়েখুঁড়ে যায়।
ভালো থাকুন।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
হ্যা , সহমত লেবাস ভালো থাকুক। এটা কামনা করি।
হালিম নজরুল
“তারপর সেঁধিয়ে যেতে ইচ্ছে হলে; বড়জোড় আষাঢ় কিংবা শ্রাবণের মধভাগ ছিঁড়েখুঁড়ে একটা শুভ্র সাদা মেঘ নিয়ে খেলা যেতে পারে এক্কাদোক্কা!”
————————————চমৎকার।
বন্যা লিপি
ধন্যবাদ।