কেমন আছো? আশির্বাদ সরুপ তোমার ভালো থাকারই কথা,কোন অবিযোগ নেই অভিশাপ নেই। রোজ তোমায় কতো চিঠি লেখি জানো? একের পর এক লিখতে লিখতে ভোর আসে, পাখিরা গান গায়, সুর্য হাসে। আমার কেবল চলে যাওয়া রাতের বিচ্ছদের চেহারাটা ভসে, চোখে। তোমায় কখোনো ভালোবাসি বলা হয় নি, শিউলির মালায় তোমাকে সাজাইনি, কিন্তু কি জানো বৃষ্টিস্নাত [ বিস্তারিত ]