একটুখানি ধ্বনিত প্রতিধ্বনি শুনতে পাই,
পদশব্দ, করতালি, পাখিদের ডানা-ঝাপটানো, শিশিরের টুপটাপ
কুয়াশা সত্যের কাছে আজ সব-ই বিস্মৃতির মত,
আলপথের বাঁকে বাঁকে।
শুরু দিনের ক্রম আলোফোটার মত ভাবনাগুলো বেড়ে ওঠে
শিরায় শিরায় স্নায়ু স্নায়ুতে, কিছু-না-কিছু লিখতে চায়, বলতে-ও চায়।
এখানে-ও কুয়াশার আড়াল, অ-অনুমোদন যোগ্যতায়;
ঐক্যমত্য হয়-না হয়-নি উৎকর্ষতার শর্তে,
হৃদয়ের আলোকিত উচ্চারণে, ব্যর্থ বিশুদ্ধতার আড়ালে।
তবুও হৃদ-শব্দেরা হাঁটে অক্লান্ত পায়ে
ঝিঁঝিঁ পোকা আর পাখিদের কিচির মিচিরে;
এমন বর্ণিল বিচ্ছুরণে কে-না-চায়, বলি বা না-বলি
স্তব্ধতার ইতিহাসে, চিলেদের আকাশে এখন মেঘেদের সারি ।
এ লোকালয়ে হাজির স্মৃতির আলপথ বেয়ে দুর্নিবার দুঃখবোধের বার্তা,
নদ নদীদের ঢেউ জল পেড়িয়ে;
এখন প্রতিনিয়ত বিস্মৃত হই, স্বপ্ন ও বাস্তবতা দুই-ই;
ছুঁয়ে যাওয়া শরীরী অশরীরী দৃষ্টির উপর ছড়িয়ে থাকা শব্দ অস্তিত্ব।
পিছলে পড়া আলোর ভুবনে কবিতারা বেঁচে বর্তে থাকে অদৃশ্য সত্যের মত
অন্তঃস্থ ও বহিঃস্থ অস্তিত্বে, বিষণ্ণ বাতাসে, নিশ্চিত বিষণ্ণ মনের স্পর্শ প্রতিফলনে;
বৃষ্টি-বন্যার আবাহনে সমুদ্রে ভেসে থাকা কবিতা-স্ফটিকের-ফুলদানিটি
দৃষ্টির গোচরেই থাকে, জরাজীর্ণের এই জন্মশহরে;
ছবি নেটের।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবিতারা এমন ভাবেই থাকে,
যত্নে, ভালোবাসায়, আদরে।
আজ আমার মন ভালো,
এক যুগ ধরে চালু এক যুদ্ধে বিজয়ী হয়েছি।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বুঝতে পারছি, আদর কদর খুব-ই প্রয়োজনীয়।
পাই বা না পাই।
আনন্দ জারি থাকুক, জয়ের, যেতে হবে অনেক পথ।
ধন্যবাদ।
হালিমা আক্তার
কবিতারা কখনো হারিয়ে যায় না। কবির ভালোবাসায় ওরা বেঁচে থাকে যুগ যুগ ধরে। শুভ কামনা রইলো। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
এমনই ভাবে কবিতার জন্ম হয়!
প্রকৃতির সাড়া, পারিপার্শিক ব্যস্ততা
পরিবেশের চঞ্চলতার বর্ণিল বিচ্ছুরণেই হয় শব্দের সমাহার।
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন। শুভ কামনা জানবেন সতত।
খাদিজাতুল কুবরা
লেখকের নীতিগত সংঘাত চলমান প্রেক্ষাপটের সাথেত হয়ই খনো কখনো আত্মজাসম শব্দের সাথে ও হয়। কবিরা সম্ভবত আজন্ম ক্ষরণশীল। যা-ই হোকনা কেন এত চমৎকার কবিতা যার উৎস সে ক্ষরণ ও নান্দনিক।
রেজওয়ানা কবির
কবিতা আসলে জন্মজন্মান্তরের, আমরা থাকি না সারাজীবন কিন্তু কবিতা তৈরী হয়, আর বেঁচে থাকে লেখকের কলমে নয়ত অন্তরে নয়ত বা চিন্তায় নয়ত বা অনুভবে তবুও থেকে যায় কবিতা। শুভকামনা ভাইয়া।
রিতু জাহান
আমার সবই বিস্মৃতি হোক,,, যেটুকু সময় গেছে নিজের অগোচরে, বেখেয়ালে।
শুধু যত্নে থাকুক আমার শব্দেরা। একান্ত অনুভূতির প্রকাশ দিয়ে গেঁথর গেছে যা দিনের পর দিন
আমার এই এটুকুই থাকুক শুধু আমায় জুড়ে।
বিস্মৃতির অতল তলে বিলীন হোক বাকি সব।
কি করে এতো চমৎকার লেখন যে!
আমি মুগ্ধ হয়ে ভাবি।
সাবিনা ইয়াসমিন
কিছু না কিছু বলতে চাওয়া, লিখতে চাওয়া ভাবনা গুলোকে প্রশ্রয় দেয়ার অনুরোধ করছি মহারাজ। তবেইতো অনুভূতিরা বেঁচেবর্তে থাকবে কবিতার আদলে, আদর আর কদর সমেত ;
শুভ আষাঢ়-শ্রাবন…ইয়ে, আপনি চাইলে এখানে শুভ বর্ষাকালও পড়তে পারেন।
রোকসানা খন্দকার রুকু
যেভাবেই থাকুক কলমে এসে ঝরুক! আর কবিতারা বোধহয় এভাবেই থাকে!!
শুভ সকাল কবি মশাই!!
নার্গিস রশিদ
মুগ্ধতা নিয়ে পড়লাম। শুভকামনা।