টিপ টিপে বৃষ্টি, বৃষ্টি-বৃষ্টি হাওয়া,
মন্দ লাগছে-না,
বিজলী-হীন ভ্যাপসা গরম, অসহনীয়তায় অসহ্য,
আমার ভালো লাগছে-না, বিনিশ্চিত;
বিস্তীর্ণ ধোঁয়াটে আগুনে হাতের ভিতর
ফোঁটা ফোঁটা বিদায়ী বিশ্রাম; উপচে পড়ছে;
নিশ্চুপ ভালো-না-লাগা চক্রাকারে প্রস্রবণে
বসে বসে তামাশা খেলছে;
নির্নিমেষ চ্যাঁচিয়ে বলতে ইচ্ছে করে
ভালো লাগছে না-তো কিছুতে,
গা ঘেঁষা/পাশ ঘেঁষা নিমের বাতাস
গল্পের ছলে উড়ে বেড়াচ্ছে নিরুদ্বিগ্ন নিচুস্বরে,
আহ্লাদিত হয়ে, সঞ্চিত সুগন্ধ সাহস-সান্নিধ্যে
বলতে চাই, আমার মন ভালো নেই!!
ছবি নেটের।
১২টি মন্তব্য
রেজওয়ানা কবির
মাঝে অকারনেই ভালো লাগে না যার উপযুক্ত কারন হয়ত খুঁজে পাওয়া যায় না কিন্তু অবচেতন মনে থেকে যায় কারনটা যা ধরতে পারি না, অস্বস্তি লাগে, ভালো না লাগার হাহাকার কাজ করে। সুন্দর হয়েছে কবিতা। শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আসলে মন জানেনা মনের ঠিকানা।
ভাল থাকবেন আপনি।
রেজওয়ানা কবির
আপনিও ভালো থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
অনেক অনেক শুভেচ্ছা।
হালিমা আক্তার
আকাশে মেঘ নেই তবু আঁধার । রোদ্র দীপ্তদিনেও উত্তাপের বড় অভাব। কারণে অকারণে মন খারাপ। চারদিকে বিষন্নতার বৈরী বাতাস। সব কিছুই চলছে থেমে থেমে। গতির আজ বড় অভাব। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অচিরেই আমাদের মন ভাল হয়ে যাবে, যাচ্ছেতো।
ধন্যবাদ আপনাকে।
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির বিবর্ণ খাপছাড়া ব্যগ্রতা অন্তর গোলমেলে করে দিয়েছে!
তাইতো ভালো লাগা না লাগা ব্যপারটা
অনেকটাই ধড়ফড়ে।
মন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
এ এক জটিল আবর্ত মনের ভালো-লাগা বা না-লাগা।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
আমারও মন ভালো নেই!!পারিপার্শ্বিক পরিবেশে ঠেসেঠুসেও তাকে ভালো রাখা যাচ্ছে না।
ছাইরাছ হেলাল
তিষ্ঠ ক্ষণ কাল,
সব কিছু ঠিক হয়ে যাবে অবশ্যই।
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ উপলব্ধিকর প্রকাশ
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।