আজকাল একটা ভয়ংকর ঘটনা ঘটে আমার সাথে। আমি মাঝে মাঝে "ফিরে আয়, ফিরে আয়" বলে ঘুমের মধ্যে কথা বলে উঠি। কাকে ফিরতে বলি সে এক বিশাল রহস্য নিজের কাছেই। নিজের এই কান্ড দেখে আমি নিজেই কিছুটা চিন্তিত। এই চিন্তা মাথায় নিয়ে একদিন সন্ধ্যায় ক্যান্টনম্যান্ট এর ভিতরের প্রায় নির্জন একটা পার্কের পাশ দিয়ে হাঁটছি।একটা নড়াচড়া চোখে [ বিস্তারিত ]