একটা ভাল গল্প বলো আমায় যেখানে রাত আড়াইটায় তিন কুকুরে আমাকে একা পেয়ে দেয়াল ঠাসা করে ফের কি মনে করে ফিরে যায় তারা। একটা ভাল গল্প বলো। একটা ভাল গল্প বলো যেখানে স্রেফ একটা এপ্রোন বাঁচিয়ে দেয় কোন তরুণীকে; শিটি বাজিয়ে ঘিরে দাঁড়িয়েও বখাটেরা ছেড়ে দেয় তাকে হাতের ভাঁজে যে তার এপ্রোন রাখা! এতো নষ্ট-ভ্রষ্টের [ বিস্তারিত ]