এই বড় মানুষের (পিচ্চির) সাথে আমার পুরাপুরি কথোপকথন হইছে নর্থবেঙ্গলীয়ান ভাষায়। আমি সেটাই লিখবো। আমি মা’য়ের সাথে চুলার পাড়ে বসে গল্প করছি। এই পিচ্চি কোন কথা নাই সরাসরি বাড়ির মধ্যে ঢুকে গেলো।
– এই কে রে বেটা তুমি?
– গল্প করবা আসিছি।
– বস। কোত্থেকে আসলেল রে?
– উই মুক থেকে ( আল্লায় জানে কোন মুক/দিক)। দেকে আসনু ছোট ছোট ছলপল’ক পড়াচ্চে।
– তুমি কি?
– আমি বড় মানুষ।
– স্কুলত ভর্তি হওয়া লাগবে না?
– না। আরো পরে বিয়া করমু।
– কও কি রে?
– হই এক,দুই,তিন পাচ টা বউ!
– কার?
– আমার!
– নাম কি?
– তানভীর হাসান।
– দৌড়ে ঘরত যাও । দেক এটা বড় মোবাইল আছে নিয়া আস।তোমার ছবি তুলব যাও।
ছবি তোলার পর। আমার স্ক্রিন সেভার যেটা সেভ করা আছে সেটা দেখে সে বলে
– তোমার এই ছবিটা আমি তুলে দিনো।
– হ্যা তো।
– তুমি আমার কে হন?
– সম্ভবত খালা।
– না আপু।
– কেন?
– ভালো লাগে।( আমি খুব ভালো করেই জানি আমাকে ভালো লাগার কিছু নাই। সে আমার মোবাইল ধরবে তাই আর কি।
– ধুর বেটা মিথ্যা কথা।
– আমার ছবি গুলা দেকি!
(এই বার বুজচি। একথা ও কথা দে বুড়ি তুই আলাপাতা।সে আমায় ছেড়ে যাবে না সে কি কান্না।)
-নানি তুই যা মুই আপুর কাছেই থাকমু।
– ওটা তোর আপু হয় না খালা হয়।
– না মুই থাকমু।
– বাবা কালকা আবার আসিস। এখন চ।
– আপু তুমি আমার বাড়িত আসো।
বি:দ্র:
১। আমি যাদের কাছে পিচ্চি তাদের বলছি ” বড় হওয়ার ইচ্ছা সাবার আছে। আমারও”।
২। এই পিচ্চিকে আমি চিনিও না।
৩। এখনকার পোলাপাইন এতো পাকনা কেন???
৪। এই পিচ্চি আমাকে খালা না বলে আপু বলতে আগ্রহী কেন???
৩০টি মন্তব্য
জিসান শা ইকরাম
হা হা হা হা হা ,৫ টা বিয়া করবে? ভালোই মাসা আল্লাহ্ 🙂
তোমাকে কেন খালা না ডেকে আপা ডাকবে এটি তো বিশাল ভাবনার বিষয়।
মেহেরী তাজ
বিশাল ভাবনার বিষয়। বিকেলে এসে আবার বলে
-আপু কই? দেখা করতে আসছি।
– কার সাথে আসলে?
– একাই আসছি।
#সে বাড়ি থেকে পালায়ে আসছে।
ছাইরাছ হেলাল
আপা ডাকলে বিশেষ কোন সুবিধা আছে নাকি!!
যা দিন কালের আকাল দেখা যাচ্ছে, তাতে কী নাকি হয়।
মেহেরী তাজ
সেটা তো আমার ও প্রশ্ন। কি বিশেষ সুবিধা? ;?
লীলাবতী
বড় মানুষটিকে তোমার সাথে ভালোই মানাবে তাজ।কত্ত কিউট হাসি দেখেছো?রূপবান কিন্তু বিয়ে করেছিলো একদিনের শিশুকে।কোলে পিঠে করে বড় করে এরপর বাসর 🙂 এই বড় মানুষটি তো বেশ বড় সে তুলনায় :p একা একা ডেকে জিজ্ঞেস করো তাকে :D)
অনিকেত নন্দিনী
১২ বছরের রূপবানের কপালে জুটেছিলো ১২ দিনের রহিম। আমাদের পিচ্চি তাজের জুটেছে পিচ্চু তানভীর :D)
তাজ, সবদিক বাদ দিলেও এক হিসেবে পিচ্চুটা খারাপনা। রূপবানের মত করে এর ন্যাপি বদলাতে হবেনা বারবার। লাগে রাহো! (y)
মেহেরী তাজ
হ্যা আর তাজের কপালে জুটলো তানভীর। আমাদের বয়স টা না হয় নাই বল্লাম।
হুম খ্রাপ না নাই মামার চেয়ে কানা মামা ভালো.। :p
মেহেরী তাজ
হুম ভাবতেছি ডেকে বলবো।
তাজ -তানভীর। ভালোই মিল আছে। কিন্তু সমস্যা একটু আছে আমি কি আসোলেই সিরিয়াল পাবো??? ;?
লীলাবতী
ডাকো ডাকো,আজকেই ডেকে বলে দাও।নইলে সিরিয়াল নাও পেতে পারো।তাজ-তানভির নামেও কত মিল 🙂
মেহেরী তাজ
সে বাড়ি চলে গেছে। যাওয়ার আগে আমাকে কন্টাক নম্বরটা পর্যন্ত দিয়ে গেলো না।
বুঝতেই পারছি আমি টাইম পাস ছিলাম। ;(
ইমন
৫ টা \|/
মেহেরী তাজ
নর্থবেঙ্গলীয়ান \|/
অরুনি মায়া
সত্যি আজকাল কার পোলাপাই বিরাট পাকনা। এদের সাথে গল্প করে বেশ মজা পাই
ছোট মুখে পাকনা বুলি 🙂 । তুমি ঐ পিচ্চি টারে বলে দিও আমি ওরে আই লাভ ইউ বলেছি :p
মেহেরী তাজ
হচ্ছে টা কি? আমারে দয়া আমার তানভীর কে প্রপোজ করানো হচ্ছে??? :@
অরুনি মায়া
আরে তোমার তানভীর তুমি রাখ। আমি রূপবান হইতে পারবনা। হালকা একটু প্রেম নিবেদন করলাম আর কি :p
মেহেরী তাজ
এমনিতেই তার পাঁচ টা বৌ সেই অত্যাচারেই বাঁচি না উনি আসছেন হালকা প্রেম নিবেদন করতে। হুম। পচা মানুষ জন!!
অরুনি মায়া
পাঁচ এর জায়গায় ছয় হবে অসুবিধা কোথায়। তুমি এত কিপ্টা কেন শেয়ার করতে চাও না :p
মেহেরী তাজ
তাইলে তো আর আপনাকে “আপনি” ডাকা যায় না “তুই” ডাকতে হবে। আপনি ভেবে দেখেছেন তো আমাদের সম্পর্ক টা কি হচ্ছে??
বেপার কি আমার বন্দুকে ভাগ চাওয়া হচ্ছে আবার এখানেও???? ;?
শুন্য শুন্যালয়
তোমারে বড় বউ বানাইতে চায় 😀
পাকনা তো বহুত জ্ঞানী। স্কুলের চাইতে বিবাহ উত্তম এইটা বুঝে গেছে। তোমার আগের পোস্টে যা একটু সন্দেহ জেগেছিল যে তুমি বড় হয়ে গেছ এখন সে সন্দেহ দূর হয়ে গেলো। সবার বড় হবার ইচ্ছে আছে, আমারও, হা হা হা। তুমি আর বড় হবানা। পিচ্চি পোলাপাইন ও তোমারে খালা ডাকতে চায়না 😀
পাকনা টা কিন্তু হেভি কিউট। 5 টা বউ কম হয়ে যাবে 🙂
মেহেরী তাজ
এই রে আবার পিচ্চি হয়ে গেলাম? আমার কত কষ্টের বড় হওয়ার পোষ্টে পানি পরে নষ্ট হয়ে গেলো!
কেমনে বুঝবো সে আমারেই বড় বউ বানাবে??? ;?
এর পর থেকে খুব ভেবেচিন্তে পোষ্ট দেবো।! :/
সীমান্ত উন্মাদ
বেয়াপক মজা পাইছিগো মুই। কি বইলছে এই পিচ্চি পাইঞ্চটা বিয়া কইরবে। কি পাকা পাকিচ্ছে ডিজিটাল যুগের পোলাপাইন গো। দেখিচ্চো।
আসলেই অনেক মজা পাইছি। অল্প কথোপকথনে বেপক একটা বিনোদন। তয় পিচ্চি আপনারে কেন খালা না বলে আপু বলছে, এই রহস্যের সমাধানে একটা ধারনা দেওয়া যেতে পারে, তবে এখানে লিখলে আপনি উল্টা বিল্লা পট্টি খাইতে পারেন। তাই দিলাম না।
শুভকামনা জানিবেন নিরন্তর।
মেহেরী তাজ
আহা তাহলে আমি তা জানবো কেমনে?? 🙁
ধন্যবাদ ভাইয়া।
রাসেল হাসান
পিচ্চির কথা গুলো ভালো লাগলো। ট্যালেন্ট আছে পিচ্চির মধ্যে।
পাঁচটা বিয়া করা কিন্ত সাধারন কথা না! ;?
মেহেরী তাজ
হ্যা আসোলেই সাধারণ কথা নয়। ;?
অরণ্য
ছেলেটার অনেক খালা আছে হয়তো। ওর বোনের আদর চাই অনেক। ওকে আপুই ডাকতে দে। আর যদি তা নওগাঁয় হয়, তবে তা হতেই পারে। এক সময় আমি নওগাঁয় ছিলাম। আমার এক আপা ছিল নুন্নে আপা (নুরুন নাহার)। ওর ছেলের নাম ছিল পরবদি (ভাল নাম শাহিন)। পরবদি আমাকে ভাই ডাকতো। আমি একদিন বললাম “কি রে! তোর মা তো আমাকে ভাই ডাকে। তুই আমাকে মামা ডাকবি”। ওর সোজা উত্তর “তাতে কি হইছে! মা তোমাক ভাই ডাকলে ডাকুক; আমিও তোমাকে ভাই ডাকব”। ওর ডাকটা বেশ মিষ্টি ছিল এখন মনে পড়ে।
মেহেরী তাজ
এই না হলে আমার ভাইয়া!?
হুম সে আমায় আপুই ডাকুক।
সে ডাক অনেক মিষ্টি তবে সেটা যেনো অতি না হয়ে যায় খেয়াল রাখতে হবে।
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু হায় হায় তুমি তো আরোও পিচ্চি হয়ে গেছো।
তবে ওই পিচ্চিটা খুব কিউট। বড়ো হলে বেশ হ্যান্ডু হবে। পাঁচটা বিয়ে?
আর আমার একটা ছেলে একজনকে পছন্দ করে অথচ বলতেই পারছে না :p
মেহেরী তাজ
হ্যা আবার পিচ্চি হয়ে গেলাম ;(
এই পিচ্চি অনেক কিউট।
বলতে পারছে না কেনো?? আপনি হেল্প করেন। আমি সরাসরি কথা ঢের পছন্দ করি। :p
ব্লগার সজীব
বড় মানুষের কথা শুনে টাসকি খেলাম ওস্তাদ। ওর বদ মতলব আছে শিওর।নইলে খালা ডাকবেনা কেন?সাবধানে থাইক্যেন ওস্তাদ। বড় মানুষটা বড় হলে কত মেয়ের সর্বোনাশ করে কে জানে 🙂
মেহেরী তাজ
টাস্কিত হওয়ার মত কথা শিষ্য।
হুম সাবধানেই আছি।
সেটা তো আমিও ভাবতেছি না জানি কত জনের সব্বনাস করে।