পাকনা

মেহেরী তাজ ২৯ আগস্ট ২০১৫, শনিবার, ১০:৪০:০৪অপরাহ্ন অন্যান্য, একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

picchi paccha

এই বড় মানুষের (পিচ্চির) সাথে আমার পুরাপুরি কথোপকথন হইছে নর্থবেঙ্গলীয়ান ভাষায়। আমি সেটাই লিখবো। আমি মা’য়ের সাথে চুলার পাড়ে বসে গল্প করছি। এই পিচ্চি কোন কথা নাই সরাসরি বাড়ির মধ্যে ঢুকে গেলো।
– এই কে রে বেটা তুমি?
– গল্প করবা আসিছি।
– বস। কোত্থেকে আসলেল রে?
– উই মুক থেকে ( আল্লায় জানে কোন মুক/দিক)। দেকে আসনু ছোট ছোট ছলপল’ক পড়াচ্চে।
– তুমি কি?
– আমি বড় মানুষ।
– স্কুলত ভর্তি হওয়া লাগবে না?
– না। আরো পরে বিয়া করমু।
– কও কি রে?
– হই এক,দুই,তিন পাচ টা বউ!
– কার?
– আমার!
– নাম কি?
– তানভীর হাসান।
– দৌড়ে ঘরত যাও । দেক এটা বড় মোবাইল আছে নিয়া আস।তোমার ছবি তুলব যাও।

ছবি তোলার পর। আমার স্ক্রিন সেভার যেটা সেভ করা আছে সেটা দেখে সে বলে
– তোমার এই ছবিটা আমি তুলে দিনো।
– হ্যা তো।
– তুমি আমার কে হন?
– সম্ভবত খালা।
– না আপু।
– কেন?
– ভালো লাগে।( আমি খুব ভালো করেই জানি আমাকে ভালো লাগার কিছু নাই। সে আমার মোবাইল ধরবে তাই আর কি।
– ধুর বেটা মিথ্যা কথা।
– আমার ছবি গুলা দেকি!
(এই বার বুজচি। একথা ও কথা দে বুড়ি তুই আলাপাতা।সে আমায় ছেড়ে যাবে না সে কি কান্না।)

-নানি তুই যা মুই আপুর কাছেই থাকমু।
– ওটা তোর আপু হয় না খালা হয়।
– না মুই থাকমু।
– বাবা কালকা আবার আসিস। এখন চ।
– আপু তুমি আমার বাড়িত আসো।

বি:দ্র:
১। আমি যাদের কাছে পিচ্চি তাদের বলছি ” বড় হওয়ার ইচ্ছা সাবার আছে। আমারও”।
২। এই পিচ্চিকে আমি চিনিও না।
৩। এখনকার পোলাপাইন এতো পাকনা কেন???
৪। এই পিচ্চি আমাকে খালা না বলে আপু বলতে আগ্রহী কেন???

৯১০জন ৯১০জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ