দিনগুলো দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে। এদিকে বাপিকে আর গ্রামের বাড়ীতে রাখা যাবেনা। বাজারে থাকলে বড়ো মামা এসে দেখে যেতে পারবে, যে কোনো সময়ে আসতে পারবে। আর ওরা ছোট বোন মৌয়ের বাসাতেও থাকতে চায়না। আজীবন চা' বাগানে থাকতে থাকতে শহর তাদের কাছে অসহ্য। ঠিক করলাম শমশেরনগর বাজারে একটা বাসা ভাড়া করে দেবো। ওখানেই থাকবে ওরা। কিন্তু [ বিস্তারিত ]