অতৃপ্তি

নীলাঞ্জনা নীলা ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৩:৩৯অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

আমরা ভালো থাকিনি কোনোদিন,
নয় কি?
অথচ আমাদের ভালো থাকার কথা ছিলো।

আমাদের আনন্দ ছিলো, হেসে গড়াগড়িও যেতাম
অভিমান ছিলো, আবার ঝগড়ার তীব্রতাও
একই সঙ্গে চায়ের কাপে চুমুক, চুপচাপ,
কিন্তু কথা চালাচালিও চলতো মনে মনে
উপচে পড়া আবেগে আমরাও ভেসে গেছি,
সমাজ-সংসারের নিয়ম-নীতিকে তাচ্ছিল্য করে—

আমাদের অর্থ ছিলোনা, কিন্তু প্রাচুর্য ছিলো
সুখ ছিলোনা, কিন্তু স্বস্তি ছিলো
হাতের উপর হাত না-ছুঁয়েও, দূরত্বকে এক নিমিষে নিঃশ্বাসের সাথে মিশিয়ে নেয়াও যেতো
আমাদের নিজস্ব রোদ ছিলো, তাই প্রচন্ড শীতও আমাদের স্পর্শ করতে পারেনি।
একটা নদীও ছিলো, গ্রীষ্মের তীব্রতায় অস্থির হওয়াও হয়নি।

ভালো থাকার জন্য যা যা দরকার, সব-ই ছিলো;
শুধু ভালোবাসাটুকুই থাকেনি,
আদতে ছিলোই না কখনো।

হ্যামিল্টন, কানাডা
২৭ ডিসেম্বর, ২০১৮ ইং।

১৮৯৩জন ১৭৩৬জন

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ