আজকের এই দিনেঃ নভেম্বর ২৮, ২০১৫ সাল। এর কত সাল আগে তা জানা নেই তবে দিন জানা হয়েছে।
নামঃ অসংখ্য, তাই সঠিক নাম বাইরের কেউ জানেন না। তবে যে নামে বেশী পরিচিত- বাবুই, ভত্তাবউ, ভত্তাবতী, ব্রীড়াবতী, লীলা, লীলাবতী, মারদাঙ্গাবতী ইত্যাদি; ইত্যাদি।
পেশা-নামের মতোই অজানা।
নেশা-একান্তই ব্যক্তিগত।
যা করতে ভালবাসেন- অনেক। তবে যে কাজে নিয়মিত পাওয়া যায় (যেতো!) তা হচ্ছে অন্যের লেখায়, নিজের লেখায়। কখনো অভিযোগ তো কখনো অনুযোগ, কখনো ধী-স্থির তো কখনো চঞ্চলা। অর্থাৎ নিজেকে আড়াল করে রেখেও সবাইকে নিয়ে থাকতে ভালবাসেন।
পদচারণা- এককালে ডাইনোসরের পদচারণা ছিল আর এককালে অন্য কোথাও সেভাবেই পদচারণা ছিল। কিন্তু বর্তমানে ‘সোনেলা’ নামে কি এক অন্তর্জালের ঠিকানায় উনাকে দেখতে পাওয়া যায়।
পদচারণায় উপস্থিতি- ক্রমিক নং দিয়ে জানাতে হবেঃ
১) সব রকমের সোনেলা লেখনীতে উপস্থিতির চিহ্ন রেখেছেন।
২) সোনেলা নামক অন্তর্জালের ঠিকানার কর্তাদের নিকট অভিযোগ সবচাইতে বেশী দিয়েছেন ‘সোনেলা’ নিয়েই। উদাহরণঃ ‘অভিযোগ‘, ‘ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি‘, ‘ সোনেলা ব্লগ কর্তৃপক্ষের প্রতি চুড়ান্ত হুশিয়ারি ‘, ‘ বরাবর , সোনেলা ব্লগ কর্তৃপক্ষ ‘এবং আরো অনেক অভিযোগ ও অনুযোগ। সোনেলা কর্তৃপক্ষের ঘুম হারাম করে দিতেন একমাত্র উনি নিজেই।
৩) সোনেলা নামক অন্তর্জালের ঠিকানায় গান ও গানের লিরিক নিয়ে একমাত্র নিয়মিত পোস্টদাতা ছিলেন উনি। সর্বশেষ গান নিয়ে উনি যা লিখেছেন ‘ দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি ‘, ‘ আসুন বৃষ্টির গানের কথা বলি ‘, ‘ সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা- গানের পোষ্ট ‘। গান নিয়ে উনার মতো করে সেই অন্তর্জালের ঠিকানায় আর কেউ তেমন পোস্ট করেন নি বলেই জানা গিয়েছে।
৪) ঢং- ঘন্টার ধ্বনি নাকি অন্য কিছু তা জানাতেও উনার বিশেষ পদচারণা ছিল ‘ ঢঙ ‘ অর্থাৎ, বেড়ালে গলায় ঘন্টা বেঁধেছেন উনি।
৫) আলোড়ন- যে অন্তর্জালের ঠিকানায় উনার পদচারণা সেখানের বাকি সদস্যদের পদচারণা নিয়ে উনার বিশেষ লজ্জা প্রকাশ করেন স্বাড়ম্বরেই যা কিনা ছিল ‘ আসুন প্রশ্নোত্তর পর্বে অংশ নেই ‘ অংশ নেওয়ার পরের অবস্থান! আবার যারা বিশেষ কৌতুহল নিয়ে উনার পদচারণাকে অনুসরণ করে থাকেন তাদের জন্যেও ‘ সেই সব নারী শিকারিরা ‘ শিরোনামে মারদাঙ্গা রূপে হাজির হয়েছিলেন।
৬) সমস্যাঃ উনি নিজেকে আড়ালে রেখেও নিজের বড় দুটি সমস্যার কথা বলে রেখেছেন বেশ আগেই।
৭) গর্ব- উনি সোনেলার নারী ব্লগার হিসেবে গর্বিত।
৮) অস্থায়ী ঠিকানা- ভয় নেই আর, উনি উনার অস্থায়ী নিবাসের কথাও প্রকাশ করে দিয়েছেন উনার চুল নিয়ে বিশ্ব রেকর্ড করার আগেই ‘অবশেষে আমি‘ প্রকাশের মাধ্যমে।
৯) অনুভবে অনুরণনঃ আক্ষরিক অর্থে মুখচোরা ইনি নিজের অনুভব নিয়ে জানিয়েছেন ‘ঝরাপাতা – ১ ‘, ‘ ঝরাপাতা-২ ‘, ‘ ঝরাপাতা-৩ ‘ ও ‘ ঝরাপাতা-৪ ‘ শিরোনামে। যদিও উনি ঝরাপাতার সাথে নিজেকে মেলাতে নিষেধ না করেছেন তবুও উনার অনুভবের সাথে অনুরণন অনেকেরই ঘটে যেতে পারে বলে সতর্কতা জানানো হলো।
১০) বিবিধ- উনার বিবিধ নিয়ে বলার কিছুই নেই। উনি নিজেই প্রতিবার ‘বিবিধ’ শব্দকে নিজের সাথে নতুন করে পরিচয় করান।
এই যে একজন তারকার ব্যক্তিগত স্যাপার নিয়ে ব্যাপার জানালাম তা কিন্তু এমনিতে নয়। এখনো যারা চিনতে পারছেন না সেই তারকাকে যিনি সবার কাছে হয়েও অধরা, সেই তারকার অন্তর্জালের ঠিকানা দিয়ে দিলাম।
আজকের এই দিনের বিশেষ আয়োজন একটি মাত্র কারণে। আর তা হচ্ছেঃ
শুভ জন্মদিন আমার প্রিয় ব্লগ তারকা।
বিশেষ কিছু বলার নেই, বলার মত জানাও নেই তাই এইটুকুই জানাই।
দেরীতে হলেও জানাই জন্মদিনের শুভেচ্ছা।
বিঃদ্রঃ আজকের এই দিনের তথ্যসূত্রধর ‘অরুনি মায়া‘ এবং এই প্রকাশনার উৎস ‘শুন্য শুন্যালয়‘ হতে।
১৪১টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমার বাবুই কে এইভাবে এক পাতায়!! ওরে বাবা, কি সুতীক্ষ্ণ নজর রেখেছিস রে। এইভাবে তো আমিও তোর থেকে বহু আগে এসেও উদ্ধার করতে পারিনি। যত লিঙ্ক দিয়েছিস, সবকিছু মিলে আমার, আমাদের লীলাবতী। আর আমি খুশিও এই নামীদামী কাঁচ কাঁটা হীরার সব পোস্টই আমি ছুঁয়ে আসতে পেরেছি।
লীলাবতী দেখতে কেমন এটা জানতে হলে আমার পোস্টে যেতে হবে :p
তুই সত্যিই দারুন জ্বীন দাদাভাই, মাত্র এইটুকু সময়ে এইভাবে পোস্ট দেয়া, অসাধ্য ব্যাপার।
আমাদের ঢংগী লীলাবতী, বাবুই তোমাকে জানাই অনেক অনেক শুভ কামনা। শুভ জন্মদিন কুংফু কন্যা। -{@
নীতেশ বড়ুয়া
আমার ইচ্ছে ছিল উনার আরো কিছু পোস্ট নিয়ে আসার জন্য যা সিরিজ আকারে লিখেও থামিয়ে দিয়েছেন। তাড়াহুড়োয় দিলাম তাই আনতে পারি নি। অল্পতেই তাই এমন করে সাদামাটা ভাবেই দিয়ে দিলাম।
শুন্য শুন্যালয়
হ্যাঁ। আর প্রথম দিককার লেখা পড়ে ভাবাই যায়না এ আমাদের লীলাবতী। এখনো লুকিয়েই রেখেছে অন্তর্জালের ঠিকানায়। লেখাটা সাদামাটা হলেও আলোর জন্য যথেষ্ট। লিঙ্ক দেয়া অনেক কঠিন একটা কাজ। তুই যে বেশ করিৎকর্মা আর যত্নশীল তা বুঝতে পারলাম। কিন্তু কেক আর চকলেট খাওয়াবে কে? তুই খাওয়া।
নীতেশ বড়ুয়া
উনার যত পোস্ট তার মধ্যে প্রিয় সিরিজের একটির লিংক পুনঃসম্পাদন করে ৯) এ নিয়ে এলাম আবার 😀
কেক আর চকোলেট খাওয়াতে পারি কিন্তু মুখচোরা উনি সামনে এলেই তো!!! এই জন্যেই ছবিতে শুধু বেলুন দিলাম ‘আকাশের ঠিকানায়’। :p
শুন্য শুন্যালয়
লীলাবতী কে আমি দেখেছি, কবে, কোথা্ কখন জানতে হলে আমার পেছনে লেগে থাক 😀
আকাশের ঠিকানায় বেলুন? ওরেরেরে, বেলুনের ভিত্রে কি দাদাভাই? লেটার ফেটার দিস নাইতো। লীলাবতীর আব্বু খুব রাগি :p
নীতেশ বড়ুয়া
বেলুনের ভেতর অরিত্রের লেটার ফেটার থাকলেও থাক্তারে :D)
উনার আব্বায় রাগী! হায় হায় :p
শুন্যালয়ের পেছনে লাগবো কি! শুন্যালয়েই তো আছি 😀 😀 \|/
শুন্য শুন্যালয়
শুধু আব্বায় না, লীলাবতীর একটা ভাইও আছে।
পাড়ায় ঢুকলে ঠ্যাঙ খোঁড়া করে দেব, এইটা নাকি ভাইটার প্রিয় গান। :p
আচ্ছা থাক, দেখি তোর জন্য কি করতে পারি। 😀
অরিত্র অবশ্য একটা টেনশনের কথা, দেখা যাক। 🙂
নীতেশ বড়ুয়া
:D) আমি হাসতেই আছি, হাসতেই আছি… :D) :D) :D)
শুন্য শুন্যালয়
হাসির পরেই কান্না আসে…এরপর কানতেই থাকবি, কানতেই থাকবি। 😀
নীতেশ বড়ুয়া
কেঁদেছি কবে ভুলে গিয়েছি শুন্যাপু। তবে আমার হাসির দিন ফিরছে এইটুক বলতে পারি। এখানে হাসি, সবখানে হাসির দিন ফিরছে আমার আবার 😀
নীতেশ বড়ুয়া
তোমার যোগাযোগের নং জিসান ভাইয়াকে দিয়ে রেখো। আমি নেবো উনার কাছ থেকে। মাঝে মাঝে চমক দিতে যোগাযোগ করি আমি অনেকের সাথে যারা দূরদেশে থাকে :p
শুন্য শুন্যালয়
শুনেও শান্তি, কেঁদেছি কবে ভুলে গেছি। হাসির দিন ফিরছে, এইবার বেঁধে রাখা হবে, আর যেন পালাতে না পারে। সদাহাস্যময়, ভালো থাকবি এই এত্তো এত্তো।
শুন্য শুন্যালয়
আচ্ছা, আমার বাড়ি আইসা পড়। দেখি কেমন চমক দিতে পারোস। 😀
নীতেশ বড়ুয়া
ব্যস্ততায় হয়তো আগের মতো পারবো না সব সময় লেগে থাকতে তবে সোনেলাকে নিজের পাশেই রাখবো। 😀
তোমার বাড়ী আরশিনগর?
লীলাবতী
শুন্যাপু এত্তগুলান ভালোবাসা তোমার জন্য (3 (3
ছাইরাছ হেলাল
আপনি দেখছি এ বিষয়ে গবেষণা পত্র খুলে বসেছেন, তা উত্তম কাজ, কিন্তু অনুমতি পত্র সেটে দিলে ভাল করতেন।
অবশ্যই আপনাকে ধন্যবাদ, প্রকৃত গুণীজনকে সত্যিকারের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, যা তার একান্ত প্রাপ্য।
প্রথম থেকে জারা এখানে আমাদের সাথে জড়িত তিনি তাদের ই একজন, কোন রকম হেল দোল ছাড়াই আমাদের
সাথে থেকেছেন, থাকছেন ও।
অবশ্যই তাঁকে একান্ত শুভেচ্ছা।
নীতেশ বড়ুয়া
ইয়ে মানে অনুমতি পত্রখানি নন্দলাল কোথায় যেন হারিয়ে ফেলেছেন, তাই সাঁটাতে পারলাম না 😀
সোনেলার একেবারে শুরু হতে। আর আমাকে সোনেলায় মনোযোগী করার একমাত্র বান্দা উনি নিজে। উনার প্রশঙ্গা করতে গেলে আরো কয়েকটি পোস্টের জায়গা নিয়ে নিবে। উনাকে উনার গুণেই তাই প্রকাশ করলাম মাত্র। হায়!! পারতাম যদি নিজের মতো করে উনাকে প্রকাশ করতে :p
ছাইরাছ হেলাল
যাক এ যাত্রা নন্দের উপর দিয়ে গেলেন, সব সময় কিন্তু তাকে পাবেন না।
আপনাকে সেই এ ঘাটে এনেছে এটি হাজার সত্যির মাঝে জ্বলজ্বলে সত্যি।
নীতেশ বড়ুয়া
এনেছে মানে কি আবার! একেবারে ‘আসুন প্রশ্নোত্তর পর্বে অংশ নেই’য়ে ‘লজ্জা’য় ডুবিয়ে ছেড়েছে 😀
লীলাবতী
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া।
অরণ্য
নীতেশ দা। সেদিন রাতে ধানমন্ডি লেকের পাড়ে আমার লীলাবতীর সাথে দেখা। আমার একটু মুড অফ তাই একাকী একটু সময় কাটাচ্ছিলাম লেকের পাড়ে ডিঙ্গি মুখী হয়ে বসে। হুট করে মনে হলো পিছনে তিন চারজন রমনীর ফিসফিস। একটা লাইন কানে আসতেই আমি চমকে উঠলাম “জানিস সই, আমি ব্লগে লিখি?” আমি তখনও পিছন ফিরিনি – শুধু শুনছি তাদের কথাগুলো। আমি আরও মজা পেলাম যখন দেখলাম হ্যাঁ, সে সোনেলায় লেখে! আমিও আরো চুপ মেরে শুনতে থাকলাম। কি দারুন ব্যাপার – যার গলা শুনছি সেই নাকি লীলাবতী! তার কথায় আরো দুয়েকজনের নাম শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম ইনিই লীলাবতী। আমি এবার না ঘুরে আর পারলাম না।
“হেই! লীলাবতী, আমি অরন্য”। আমি বেশ ধাক্কাও খেলাম লীলাবতীকে দেখে। লীলাবতী কথায় যেন একটু থেমে গেল ক্ষণকালের জন্য! আসলে আমিই থমকে ছিলাম!
লীলাবতী রাতের আঁধারে যেন ছদ্মবেশে চলে। আর সেই নাকি তার ভাল লাগা। আমার মনে পড়ে গেল লীলাবতীর এক মন্তব্য – “ভাইয়া, আপনাকে পড়তে চাই”, অনেকটা এরকমই।
সে রাতের ব্যাপার ছিল নীতেশ দা।
😀
মাঝে মাঝে মনে হয় এভাবে আমি তাকে না দেখলেই পারতাম। আমার না ঘুরলেও চলতো।
নীতেশ বড়ুয়া
হাহাহাহ…
আহ!! অরণ্য ভাই, আমিও যদি একদিন এমন করে দেখা পেতাম তবে নতুন করে তাঁকে পড়ার জন্য লেগে থাকতাম। 😀 আপনি ভাগ্যবান।
ভাবছি আপনার দেওয়া সেই জায়গায় পাহারা বসাবো :p
লীলাবতী
আপনাকে ঐ রাতে এমন ভাবে দেখে আমিও খুব অবাক হয়েছিলাম অরণ্য ভাইয়া।ধারনাই করতে পারিনি এভাবে দেখা হবে আপনার সাথে।আপনার সাথে পরিচিত হয়ে খুবই খুশী আমি ভাইয়া।আমাদের জীবনটা খুবই ছোট, জীবন পরিভ্রমন কালে দেখা হয়ে যায়ই যায় প্রিয় কিছু মানুষের সাথে।ভালো থাকুন ভাইয়া।সোনেলায় নিয়মিত দেখিনা কেন আপনাকে? -{@
লীলাবতী
শুভেচ্ছার কথা ভুলে যাবার জন্য আপনাকে ধন্যবাদ অরণ্য ভাইয়া -{@
অরণ্য
লীলাবতী, আপনি দেখছি আমাকে ধন্যবাদ দিয়েই ছাড়বেন! দারুন তো! 🙂
অনেক ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
ধন্যবাদের জন্য ধন্যবাদ অরণ্য ভাইয়া 🙂
আপনার মন্তব্যের শেষ দুই লাইন বুঝিনি আমি।অবশ্য পৃথিবীর কত কিছুই অজানা থেকে যায়,বুঝিনা অনেক কিছুই। তারপরেও জীবন থেমে থাকে আমার,আমাদের।
লীলাবতী
এই পোষ্ট পড়ে একটাই মন্তব্য আসে আমার, পালাই, ভেগে যাই এখনই সোনেলা হতে।তবে পালানো হবে না নিশ্চিত 🙂
নীতেশ বড়ুয়া
ভাল হয় নাই বুঝি!!!!!!!!! 😮
পালাবেন কোথায়! ঠিকই ভত্তার প্লেট সামনে রেখে নিয়ে আসবো আবার 😀 :D)
শুভ জন্মদিন লীলাপু -{@
লীলাবতী
আজ বুঝলাম আমার এই সমস্ত পুরাতন পোষ্টে নীতেশ ভাইয়া কেন গিয়েছেন 🙂 অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই আনন্দ লাগছে এখন।ভেবেছিলাম জন্মদিনটা বুঝি নিরবেই চলে যাবে সোনেলায়।আমি তো আর সেলিব্রিটি নই যে কেউ আমার জন্মদিনের পোষ্ট দেবে। তবে এখন সেলিব্রিটি সেলিব্রিটি লাগছে নিজকে \|/
নীতেশ বড়ুয়া
আপনাকে নিয়ে লেখার প্ল্যান ছিল তাই আগে থেকেই ঘুরে ঘুরে পোস্টগুলো মাথায় নিয়ে রেখেছিলাম। ভাগ্য আমাদের ভাল যে কাল অরুনি মায়াপু প্রকাশ করেছেন দিনের কথা।
আর সেলিব্রিটি নিয়ে বলছেন? মনে যাদের জায়গা পাকা তাঁদের জন্য সেলি কি ব্রিটি কি! তাঁরা সবসময়ের মনের তারা। 😀
মিলনমেলায় পার্টি চাই কিন্তু 😀
লীলাবতী
মিলন ভাইয়া কে?উনি কি কোন পার্টি দিবেন? 😀
নীতেশ বড়ুয়া
মিলন ভাইয়া হচ্ছে আপনার কুলুজ ফ্রেন। উক্কে 😉 এইবার আপনি উনার সাথে ম্যানেজ করেন 😀
ফ্রাঙ্কেনেস্টাইন
জন্মদিনের শুভেচ্ছা লীলাবতীদি 🙂 -{@
নীতেশ বড়ুয়া
😀
লীলাবতী
ধন্যবাদ ফ্রাঙ্কেনেস্টাইন -{@
অরুনি মায়া
চমৎকার পোস্ট দিয়েছেন নীতেশ দা | সত্য আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ | অসাধারণ লিখেছেন | হায় আমারে নিয়ে কেউ যদি লিখত | ;(
যদিও সুন্দরিকে উইশ করেছি আপনার পোস্ট এ আবার ও করছি, শুভ জন্মদিন সুন্দরি |
ধন্যবাদ নীতেশ দা 🙂 -{@
নীতেশ বড়ুয়া
আমার অনেক পুরনো অভ্যেস জন্মদিনে শুভেচ্ছা জানানো। এর মধ্যে সেই মানুষটি যদি হয় প্রিয় কেউ তো তবে কথাই নেই 😀
আপনাকে নিয়েও পর্যবেক্ষণ আছে বটে :p ফেবুতে নেই বলে এখন জন্মদিনটি জানা হয়ে ওঠে না। আপনার জন্মতারিখ জানিয়ে দিন। হবে কিছু একটা নিশ্চিত…
ধন্যবাদ আপনাকে। আপনি শুভেচ্ছা সোনেলাতেও না জানালে কিছুই হতো না এটা একেবারেই সত্যি।
অরুনি মায়া
আগে বলেন সাল জানতে চাইবেন নাতো ?
নীতেশ বড়ুয়া
সালের কথা যাক শালবনে
দিন আসবে সামনে। :D)
অরুনি মায়া
আপনি মেলা চালাক 🙂
নীতেশ বড়ুয়া
কি রকম!!!!!! ;?
অরুনি মায়া
আপনি সোনেলার মিলন মেলায় আমারে দেখে আমার জন্ম সাল আন্দাজ করতে চান তা কিন্তু বুঝে গেছি :p
নীতেশ বড়ুয়া
হাহাহহাহা… মায়াপু, দেখে যদি বয়স জানা যায় তবে তো সার্টিফিকেটের প্রয়োজনীয়তা হারাতো সেই কবেই! যদিও আপনার দেওয়া বুদ্ধিটা মাথায় ছিলো না, এখন মাথায় নিয়ে নিলাম :D)
অরুনি মায়া
না না সে হবেনা, আমি তাহলে হিজাব পরে চোখ নাক মুখ সব ঢেকে আসব, তবুও বয়স বুঝতে দিব না দিব না দিব না :p
নীতেশ বড়ুয়া
:D) তাহলে চা খাবেন কি করে? কথা বললে তো সবাইকে কানে ইয়ারফোন লাগাতে হবে আপনার কথা শোনার জন্য!!! :D)
অরুনি মায়া
চা নাহয় খেলামই না |আপনারা খাবেন আর আমি চেয়ে চেয়ে দেখব :p
নীতেশ বড়ুয়া
আর মায়াপু আপনি তখন পর্দার অন্তরালে গান গাইবেন ‘শুধু চা পান করিয়েই পরিচয়’ :p
লীলাবতী
অনেক অনেক ধন্যবাদ প্রিয় মায়াপু -{@ (3
অরুনি মায়া
ধন্যবাদ কেন গো সুন্দরি ?
নাসির সারওয়ার
জন্মদিনের কেক আমার খুবই পছন্দের। এতএব আমাকে ছাড়া যেন শেষ না হয়ে যায় দাদাভাই!
শুভ জন্মদিন লীলাবতী!
নীতেশ বড়ুয়া
শুনেছি সোনেলা মিলন্মেলাতে উনি কেক খাওয়াবেন 😀
নাসির সারওয়ার
কবে? কোথায়? কখন?
নেমন্তন্য পেতে কি কি করিতে হইবে?
বিশদ জানাইয়া বাধিত করুন দয়া করিয়া!
নীতেশ বড়ুয়া
সোনেলা মিলনমেলার বিশদ সময়ে মডুরাই জানিবেক :p
নাসির সারওয়ার
মডুরা কি আমাদের কথা বোঝে?
নীতেশ বড়ুয়া
মডুরা চেয়ে চেয়ে দেখে আর মুকচি মুকচি হাসে 🙁
নাসির সারওয়ার
আমরা উনাদের খুঁচিয়ে খুঁচিয়ে সুড়সুড়ি দেবো যাহাতে উনারা ৩২ দন্তের ব্যবহার করে মুকচি মুকচি না হাসে
নীতেশ বড়ুয়া
উনাদের নাকি সুড়সুড়ি নাই… :p
নাসির সারওয়ার
কোন্নো অসুবিথা নাই। আমাদের টেকনোলজি আছেনা! উনাদের সুড়সুড়ি ভাইরাস দিয়ে দেবো।
নীতেশ বড়ুয়া
শুনতে পেলাম হেলাল ভাইয়ার ক্যামেরা দিয়ে উনি যাদের ছবি ধারণ করেন তাঁদের সবার কাছ থেকে সুড়সুড়ি এলেই প্রতিষেধক তৈরী হয়ে যায় ক্যামেরায় ধারণ করা ছবি থেকে… অনেক দুষ্ট এই ক্যামেরা, ভাইরাসের জন্য আগে থেকে এন্টিভাইরাস ধরে ফেলেছেন :p
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ নাসির ভাইয়া -{@ নতুন লেখা চাই।
নাসির সারওয়ার
“ছুঁয়ে দেয়া” হোল আপনার আদেশে
লীলাবতী
আপনি আমার মুরুব্বীর সমান ভাইয়া,কি যে বলেন,আদেশ নয় অনুরোধ করেছি ভাইয়া।
নাসির সারওয়ার
অনুরোধ গুলো আদেশ ভাবতে ভালোই তো লাগে মাহারানী।
লীলাবতী
ভাইয়া এমন বলবেন না প্লিজ।আমি জেনেছি আপনি জিসান ভাইয়ার বন্ধু,আমার মুরুব্বি আপনারা।
নাসির সারওয়ার
ছোটো থাকতে ইচ্ছে হয়। ছোটো সেজে আপুদের কাছ থেকে চকলেট নিতে মন চায়। চকলেট এড়িয়ে যেতে আমাকে বুড়ার দলে ফেলে দিলেন!
ওই বেটা আমার বন্ধু হয় ক্যামন করে। ও তো মহাচোর! আমার মনের কথা চুরি করে লিখে দিলো!
স্বপ্ন
শুভ জন্মদিন লীলাপু – -{@
কত ধরনের লেখা উনি যে লিখতে পারেন ভাবতে অবাক লাগে।লীলাপু ব্লগে এলেই আনন্দের বন্যা হয়।আপনি সঠিক ভাবে লীলাপুকে বিশ্লেষন করেছেন।আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
নীতেশ বড়ুয়া
আমি ব্লগ বুঝতাম না বলে তেমন নিয়মিত ছিলাম না শুরুতে। কিন্তু লীলাপুর অসীম ধৈর্য্য ছিল। মজার কোন পোস্ট এলেই আমাকে ফেবুতে নক করে জানাতেন বা কোন টপিক নিয়ে আলোচনা করতে চাইলে নিয়ে আসতেন।
এই মানুষটিকে এই নতুন যারা এলেন তাঁরা এখনো পাননি, কিন্তু আমি নিজেও দেখেছি কেমন আনন্দের বন্যা বইয়ে দেন। উনি ব্লগে মানেই দারুণ আড্ডা, আনন্দ আর প্রাণচঞ্চলতায় ভরিয়ে দেওয়া কেউ চলে আসা।
সোনেলাকে চিনেছি আগেই কিন্তু সোনেলাকে আপন করে নেওয়ার জন্য যে কয়জন আছেন তাঁদের সবার আগে এই লীলাপু।
উনার জন্মদিন নিয়ে আমি পোস্ট দিতে পেরে নিজেই গর্বিত।
শুভ জন্মদিন লীলাপু 😀
লীলাবতী
মন্তব্যের জবাব পড়তে পারিনা কেন ? :p
নীতেশ বড়ুয়া
পারেন না কারণ এইমাত্র আপনি ব্রীড়াবতী হলেন তাই :p :D)
লীলাবতী
ধন্যবাদ স্বপ্ন ভাইয়া -{@ মিথুন কোথায়?আসতে বলুন সোনেলায় 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় লীলাবতীর নিবন্ধন এর তারিখ এবং আমার নিবন্ধনের তারিখ একই
সোনেলায় তিনি ২ বছর ১১ মাস ২২ দিন যাবত ব্লগিং করেন,আমিও একই দিন ধরে ব্লগিং করি
এমন ব্লগার খুব বেশী নন
বর্তমানে প্রচুর ব্লগার এখানে,আমরা যারা পুরানো,তারা জানি লীলাবতী এই ব্লগের পরিচিতির জন্য কতটা কষ্ট করেছেন।
আমরা এবং সোনেলা ব্লগ অবশ্যই কৃতজ্ঞতা এবং সন্মানের সাথে তার এই অবদানকে স্বীকার করি।
সদ্য প্রসূত একটি শিশুকে কোলে পিঠে নিয়ে বড় করেছেন লীলাবতী সহ আর কয়েকজন।
সোনেলা অন্ত প্রাণ লীলাবতী অপমান সহ্য করেছেন হাসি মুখে।
সোনেলার দিকে তাকিয়ে কত অবলীলায় অনেক ব্লগারের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানতেন যে তার মন্তব্যের উত্তর দেয়া হবেনা, জেনেশুনেও সোনেলাকে ভালো বেসে অনেক ব্লগারের পোষ্টে কমেন্ট করেছেন।এসব একমাত্র তার পক্ষেই সম্ভব।
গতকাল তার জন্মদিন ছিল
আমার ব্যার্থতা যে ব্যস্ততার কারনে তার জন্মদিনের পোষ্টটি আমি দিতে পারিনি।
জন্মদিন শুভ হোক লীলাবতী -{@
নীতেশ,প্রচুর লিংক সংযুক্ত করে অত্যন্ত কষ্ট সাধ্য একটি পোষ্ট দিয়েছো তুমি
আমাদের সকলের লীলাবতীকে বুঝতে হলে,লীলাবতীর এসব লেখাই দরকার ছিল।
ধন্যবাদ তোমাকে, সহ ব্লগারকে এমন ভাবে সন্মানিত করার জন্য।
নীতেশ বড়ুয়া
ঠিকানা চিনিয়েছেন আপনি আর হেলাল ভাইয়া, কিন্তু সেই ঠিকানায় পথ চলতে হাত বাড়িয়েছেন সবার আগে লীলাবতী।
উনাকে নিয়ে অনেক কিছুই বলার ছিল, নিজের অনুভূতি জানানোর ছিল কিন্তু উনার জন্মদিনে উনাকে চেনানোর এই ক্ষুদ্র চেষ্টাতেই থামতে হলো আমাকে।
আমি নিজে সম্মানিত বোধ করছি উনার জন্মদিনের পোস্ট দিতে পারায়।
লীলাবতী
আপনার মন্তব্যের জবাব আমি দিতে অক্ষম ভাইয়া।ধন্যবাদ আপনাকে -{@
দীপংকর চন্দ
অনেক অনেক শুভ হোক জন্মদিন।
অনিঃশেষ শুভকামনা লীলাবতীর জন্য।
ভীষণ শ্রমসাধ্য আর অসম্ভব সুন্দর উপস্থাপনে মুগ্ধতা নীতেশ দা!!
শুভকামনা থাকছেই।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
নীতেশ বড়ুয়া
দীপংকর দাদা, আপনি আপনার মন্তব্যেও একলব্য হয়ে থাকার চেষ্টা করেন…
আপনার জন্য শুভ কামনা ও ভালবাসা। সব সময় ভাল থাকবেন। -{@
লীলাবতী
ধন্যবাদ দাদা -{@
অপার্থিব
রীতিমত প্রায় গবেষনা করে একটা দারুন পোষ্ট দিয়েছেন। ব্যতিক্রমী জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ একটা আপনারও প্রাপ্য।
নীতেশ বড়ুয়া
গবেষণা কি না বলতে পারছি না তবে উনাকে অনুসরণ করি উনার মন্তব্য ও প্রকাশনায়। তাই উনাকে এভাবে প্রকাশ করাটা সুবিধে হয়েছে 😀
সকল ধন্যবাদ সোনেলা ও সোনেলার সকল সদস্যদের। আর শুভেচ্ছা শুধুমাত্র লীলাপুর 😀
লীলাবতী
ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি আপনাকে -{@
প্রলয় সাহা
শুভ জন্মদিন দিভাই
নীতেশ বড়ুয়া
-{@ 😀
লীলাবতী
শুভেচ্ছা জানবেন দাদা -{@
প্রলয় সাহা
জানলাম
আবু খায়ের আনিছ
নীতেশ দাদা আপনি এত বড় একটা ধন্যবাদ প্রাপ্ত।
শুভ জন্মদিন লীলা আপু। আর কি বলব, আমি ত কিছুই জানিনা এর চেয়ে বেশি।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ দিতে হলেও তো অরুনি মায়াপু আর শুন্যাপু পাবে। মায়াপু জন্মদিনের উইশ করে জানালেন বলেই জেনেছি আর শুন্যাপু এ নিয়ে করতে বলেছেন বলেই হয়েছে, তা না হলে আমার এ নিয়ে বিশেষ করে এমন একজনের জন্মদিন নিয়ে পোস্ট করা হয় উঠতো না। তবে সেই মন্তব্য হামলার ঘটনাপ্রেক্ষিতে লীলাপুকে নিয়ে কিছু একটা লেখার ভাবনা মাথায় ছিল বলেই আগে থেকেই উনার পোস্ট পড়ে রেখেছিলাম এবং মাথায় রেখেছিলাম উনার পোস্টগুলো নিয়েই উনাকে দেখবো। আলাদা করে লিখতে লিখতে ভাবা হয়েছে, তেমন আর কিছুই না।
আমিও তেমন কিছু জানি না তাই দু লাইনেই উনাকে শুভেচ্ছা জানিয়েছি। :p
আবু খায়ের আনিছ
এত্ত বড় ধন্যবাদ শুন্যাপু ও মায়া আপু। -{@
নীতেশ বড়ুয়া
😀 😀 😀
আবু খায়ের আনিছ
এত হাসেন কেন? মশা ঢুকে পড়বে নয়ত দাতঁ পড়ে যাওয়ার সম্ভবনাও আছে কিন্তু। 😀
নীতেশ বড়ুয়া
দাঁতকপাটি মার্কা হাসি দিলাম, তাই পড়বেও না আবার কিছু ঢুকবেও না 😀
আবু খায়ের আনিছ
এবার আর আমি না হেসে পারলাম না। 😀 😀 😀
নীতেশ বড়ুয়া
:p
ঘুমাতে যাই। এই ফাঁকে শুন্যাপু এসে একা একা ঘুরবে 🙁
আবু খায়ের আনিছ
শুভ রাত্রি দাদা।
শুন্য শুন্যালয়
আমি আসলেই একা একা ঘুরতাছি 🙁
নীতেশ বড়ুয়া
;( তুমি কিনু না জানিয়ে আসো! কিনু কিনু কিনুউউউউউউউউ
শুন্য শুন্যালয়
চিন্তাইস না দাদাভাই, ট্যালিপ্যাথি শুরু করতাছি অচিরেই তোর লগে। 😀
নীতেশ বড়ুয়া
হুউউউউউউম্মম উম্মম্মম ঁঁঁঁঁঁ ব্লিন্নন্নন্নং (টেলিপ্যাথি শুরু করসি) 😀
লীলাবতী
ধন্যবাদ আর ফুলেল শুভেচ্ছা আনিছ ভাইয়া -{@
অরুণিমা
শুভ জন্মদিন লীলাবতী দি। হাহাহা স্বামী ,সংসার, বন্ধু, বয়ফ্রেন্ড নিয়ে ভালো থাকুন। মজা করলাম। জন্মদিনে বড় শুভেচ্ছা।
নীতেশ বড়ুয়া
:D) 😀 :D)
লীলাবতী
শুভেচ্ছা জানবেন অরুদি -{@ আমার স্বামী সন্তান কোথায় পেলেন? 🙂
নীতেশ বড়ুয়া
আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন অরুণিমাদিদি :D)
লীলাবতী
আগাম শুভেচ্ছা!! ^:^ 🙂
নীতেশ বড়ুয়া
সামনের থেকে যেন দেরি না হয় তাই এবং সেই সাথে স্বামী,সন্তানসহ :D)
লীলাবতী
আমার জন্মদিন,বিয়ে,সন্তান সব কিছু বিভিন্ন বছরের একই তারিখ হলে ভালো হয় :D)
নীতেশ বড়ুয়া
ঠিকাছে, আপনার হবু বর, আঙ্কেল,ভাইয়া সবাইকে বলে রাখছি যাতে একই দিনে হয় :p
লীলাবতী
আচ্ছা,উৎসব পালনে খরচ কমে যাবে 😀
নীতেশ বড়ুয়া
ডাবল হবে। কারণ আপনার জন্মদিনের কেক, বিয়েবার্ষিকীর কেক, সন্তানের জন্মদিনের কেক সব একই দিনে তিন-তিনবার করে খেয়ে যাবে। এবং আমরা বিদায় হবার পরে সব পরিষ্কার করতে হবে একই সাথে… :D)
লীলাবতী
পার্টির খাবার দাবার তিনবেলা খাবার নিয়ম নেই 🙂
নীতেশ বড়ুয়া
তিনবেলা নয়, একবারেই তিনবার :D)
লীলাবতী
আপনি মহা পেটুক নাকি? :D)
নীতেশ বড়ুয়া
সে তো আছিইই… নতুন আর কি :p
লীলাবতী
আমার দাওয়াত কার্ডে লেখা থাকবে পেটুকরা বাসা থেকে খেয়ে আসবেন :p
নীতেশ বড়ুয়া
অকা অকা… এই যে মেনে নিলাম দাওয়াত খাওয়ার আগে বাসা থেকে খেয়ে আসার। দাওয়াতের আগে আপনার শ্বশুর বাড়ী হতে খেয়ে আসবো একবার, এরপরে আপনার বাবার বাড়ী হতে খেয়ে আসবো। এরপরে আপনার দাওয়াত খাবো…। ইয়েহুউউউউউউউউউউউউউ \|/
লীলাবতী
আপনার এত্ত বুদ্ধি হলো কিভাবে? 😀 আচ্ছা খালি পেটেই আসবেন,দেখবো একদিন কত খেতে পারেন 🙂
নীতেশ বড়ুয়া
আমি খালি পেট আর ভরা পেটে দুইবারেই একই খাই :D)
ড্রথি চৌধুরী
শুভ জন্মদিন লীলা আপি (3 -{@
সরি ফর লেট 🙁
নীতেশ বড়ুয়া
আমরা সবাইই লেট লাল সুন্দ্রী… :p
লীলাবতী
শুভেচ্ছা ও ভালোবাসা ড্রথি আপু -{@ 🙂
রিমি রুম্মান
শুভ জন্মদিন লীলা’পু।
কয়দিন আমার শহরের বাইরে ছিলাম বলে সোনেলা’য় আসা হয়নি। আজ এসে দেখি নতুন সাজে সেজেছে সোনেলা।
জন্মদিন… গোলাপি সাজে মন্তব্যের জবাব … বেশ লাগছে। শুভকামনা লীলা’পু। শুভকামনা নীতেশ দা। -{@
নীতেশ বড়ুয়া
হ্যাঁ রিমিপু, আপনাকে অনেকদিন থেকেই মিস করছিলাম।
আশা করছি আপনার স্মৃতির ডায়েরী আবার খুলে দিবেন আমাদের সামনে।
শুভেচ্ছা -{@
লীলাবতী
আমি আপনার শুভেচ্ছার জন্য অপেক্ষায় ছিলাম আপু,জানতাম আপনি আসবেনই।ধন্যবাদ আপু -{@ 🙂
মারজানা ফেরদৌস রুবা
শুভ জন্মদিন লীলাবতী…
নীতেশ বাবুকে অনেক অনেক ধন্যবাদ লীলাকে বহু বিশেষণে, বহু গুনের প্রকাশ ঘটিয়ে বিশেষদিনে বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরার জন্যে।
(3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 -{@ -{@ (3 -{@
নীতেশ বড়ুয়া
আপনাদের সবাইকে ধন্যবাদ লীলাপুকে শুরু থেকে এখানে ধরে রাখার জন্য 😀
লীলাবতী
রুবাপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙂 -{@ আপুটা কত্ত ভালোবাসে আমাকে 🙂 (3
নীলাঞ্জনা নীলা
দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা। ইস আমার তো এখুনি দেখতে ইচ্ছে করছে আপনাকে গো লীলাবতীদি। ভাই অরণ্য দেখে ফেললো,
আমরা সবাই চাই আপনায় দেখতে। 🙂 -{@
মেহেরী তাজ
আপু আমি দুদিন পরে উইশ করে ভালো কাজই করতেছি তাই না? এডভান্স আবার লেট দুটাঈ হবে। 🙂
লীলা আপু আমি খুব ব্যস্ত আপু আমার উপর রাগ করে আছেন??
নীতেশদা আপনি দেখি ম্যাজিশিয়ান লীলাবতী আপুর উপর রিসার্চ করে ফেলছেন! 🙂
ছাইরাছ হেলাল
এ কাকে দেখছি!! আমি কী ঠিক দেখছি!!
শীত নিদ্রা শেষে এলেন তা দেখে আনন্দ বোধ করছি।
নীতেশ বড়ুয়া
সোনেলাতে তাজ
আমি তো খুশীতে বাক-বাক :p \|/
নীতেশ বড়ুয়া
আমি ম্যাজিশিয়ান হতে পারলে সবার প্রথমে আপনার ঘাড়ে চেপে বসা এই ‘উধাও ভূত’কে ধাক্কা দিয়ে বেতিয়ে তাড়াতাম :@
আপনাকে খুঁজে খুঁজে দুনিয়া এক করে ফেলসি। যাই হোক, আমাদের দুষ্ট ভূতের তাজ তাজাপুকে আবার ফিরে পেয়ে আমি খুশীতে \|/
মিথুন
সোনেলায় আসতে পারিনি, আপুকে উইশ করেছি, আবারো লেট হ্যাপি বার্থডে আপু।
নীতেশ দা, আমার জন্মদিন কবে তা আপনাকে আগেই জানিয়ে দেব 🙂
এতকিছু জেনে লীলাবতী আপুকে কেমন অচেনা অচেনা লাগছে………
নীতেশ বড়ুয়া
এখনই জানিয়ে দিন… 😀
লীলাপুকে আমি এভাবেই চিনেছি মিথুন ভাইয়া।
কিন্তু আপনাকে যে জন্মদিনের শুভেচ্ছা জানাবো সেদিন কি আপনি বহাল তবিয়তে থাকবেন? স্বপ্ন ভাইয়ার সাথে কয়দিন আগে যা করলেন তাতে ডাক্তার ফীট ঘোষণা দিয়েছেন? :p
মিথুন
ও কিছুনা, আমিতো আসলে মাইর দিয়ে কিছুটা ক্লান্ত, আমাকে কিছু করেনা সে। 😀 ডাক্তারি সার্টিফিকেট বের করা কোন ব্যাপারই না 😀 আপনাকে চুপি চুপি আগে জন্মদিন জানিয়ে দিবোনে, নইলে সবাই আবার আমার জন্মদিনের পোস্ট দিতে চাইবে……… :p
নীতেশ বড়ুয়া
চুপি চুপি এখানে জানিয়ে দিন, আমি কাউকেই জানাবো না পোস্ট দিয়েও… অকে? (কানে মুখে বললাম কিন্তু) :p
লীলাবতী
লেখাটি প্রিয়তে নিলাম ভাইয়া -{@ 🙂
নীতেশ বড়ুয়া
আর আপনাকে আমি সেই কবেই প্রিয়তে নিয়ে নিয়েছিইইইইইইইইইইই 😀
লীলাবতী
🙂
নীতেশ বড়ুয়া
-{@
ব্লগার সজীব
আমার সবকিছুতেই বিলম্ব হয়।আমার ভাগ্যটাই এমন 🙂 শুভ জন্মদিন লীলাপু -{@, ভাইয়া এমন একটি পোষ্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ -{@
ভোরের শিশির
শুকনা ধন্যবাদে কিসসু হপে না। মজাদার কিছু দিয়ে ফেলেন তো ঝটপট… শিষ্য আর ওস্তাদে দুইজনে মিলে হাসি শুন্য করে রেখেছেন :@
ব্লগার সজীব
দেখা যাক 🙂 কি যে লেখি? (বিশাল এক ভাবের ইমো) 😀
ভোরের শিশির
:D) আপনার এই বিশাল ভাবের ইমো দেখেই আমি ডাবল হাহাপগে :D) :D)