ঢং একটি বাংলা শব্দ । বাংলা ডিকশনারি / অভিধান অনুযায়ী এর অর্থ :
১ । ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো);
২ । গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)।
৩ । ঘণ্টার আওয়াজ; ধাতু পাত্র প্রভৃতিতে আঘাতের আওয়াজ। [ধ্বনি.]
৪ । ঢং ঢং : ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)।
এই ঢং থেকে এসেছে ঢঙী শব্দ > (স্ত্রী.) ঢং করে এমন।
কেনো এই পোষ্ট ?
আমি নাকি ঢঙী ! ! ফেইসবুকে আইডি করে আমার এই অপবাদ জুটলো 🙁
আমি কোন ধাতু দ্বারা নির্মিত ঘন্টা নই যে আমাকে আঘাত করলে কোন আওয়াজ হবে ।
আমি কোন ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি ও করিনি কারো সাথে ।
আমার গড়ন, গঠন, ভঙ্গি, রীতিতে কি এমন আছে যে আমাকে ঢঙী বলা হবে ? ;(
তাও আবার এমন ফটো দিয়ে !! 🙁
আমি আপনার কি ক্ষতি করেছি ? আমি তো কোনদিন আপনাকে ভেংচি দেইনি ? আপনার পাকা ধানেও মই দেইনি । সামান্য একটা চিমটিও দেইনি আপনাকে । তাহলে কেনো আমাকে এমন উপাধী দিলেন ? 🙁
আর আমাকে এমন বলেছেন এই সোনেলা ব্লগের একজন ব্লগার । দয়া করে কেউ মন্তব্য করবেন না ‘ ঝাতি তাহার নাম জানিতে চায় ‘ । তাঁর নাম প্রকাশ করে এই অভাগা ঝাতিকে উদ্ধার করতে আমি ইচ্ছুক নহি ।
তবে আমি কিছুটা কনফিউশনে আছি , কারণ সে আমাকে সরাসরি কিছুই বলেননি । অন্য একজন ব্লগার আমাকে জানিয়েছেন , সে নাকি আমাকে এমন ঢঙী বলেছেন , সাথে নাকি এই ছবিটাও দিয়েছেন । তিনি যে সত্যি বলেছেন তা তো নাও হতে পারে । তিনিও তো কুটনামি করতে পারেন ।
ফেইসবুকে আইডি না করলে কত কিছুই অজানা থেকে যেতো 🙂
৩৫টি মন্তব্য
প্রত্যাবর্তন
হা হা হা ।
ঢং কত প্রকার রে !
লীলাবতী
আমি তো আর ঢং করতে পারিনা ভাইয়া , তাই জানিনা । আপনার নিকটি তো বেশ সুন্দর 🙂
ছাইরাছ হেলাল
সব না হলেও কিছু অজানা জানছেন ,
তাও বা কম কিসে !
লীলাবতী
:p ঠিক ঠিক 🙂
মশাই
এই ফেইসবুক নিয়েতো আপনি দেখছি অনেক দুঃশ্চিন্তার মাঝে রয়েছেন!!!
বাহ বাহ !!!
এখনো যে কত কিছু দেখার বাকী !!!
শুধু দেখে যান আমাদের সাথে শেয়ার করে যান।
লীলাবতী
ভীষণ দুশ্চিন্তায় আছি ভাইয়া । কত কিছু মজার মজার বিষয় জানছি । অবশ্যই শেয়ার করবো ব্যতিক্রমী কিছু হলেই 🙂
মা মাটি দেশ
এমন ঊপাদি কয় জনের ভাগ্যে পায়….মেয়ে হলে ঢংগী পুরুষ তাহলে কি?
লীলাবতী
এর কোন পুরুষ শব্দ নেই ভাইয়া 😀
পুষ্পবতী
হা হা হা। মজা পেলাম। -{@
লীলাবতী
পুষ্পবতী আপু , আপনার নামেও বতী আছে । কখন আপনিও এমন উপাধি পান বলা যাচ্ছেনা কিন্তু 🙂
সঞ্জয় কুমার
মজা পেলাম ।
লীলাবতী
খুশী হলাম ভাইয়া -{@ কিন্তু আমাকে কেনো এমন বলা হলো ,তার কোন প্রতিবাদ নেই আপনাদের কারো মন্তব্যে 🙁
শুন্য শুন্যালয়
সোনেলার ব্লগার আপনাকে ঢংগী বলেছে? :o. কার এত্তো বড় সাহস শুধু নামটি বলুন আমাকে. মনেহয় আপনাকে দেখলে তার মনের মধ্যে ঢং করে শব্দ হয়, এজন্য বলেছে 🙂
অবশ্যই তীব্র প্রতিবাদ. জলদি তাকে হাজির করা হোক.
মশাই
আমরাও তাকে দেখতে চাই!!! তার কাছ থেকে একটু সাহস ধার করতে পারলে মন্দ হয় না।
লীলাবতী
আমাকে দেখলে মনের মধ্যে ঢং করে শব্দ হয়? আমি তো একথা ভাবিইনি আপু 🙂 এমন হলে তো আমি খুশী 🙂
তার নাম বলা যাবেনা।
শুন্য শুন্যালয়
ভাবুন ভাবুন, ভাবনায় অনেক প্রশ্নের সুরাহা পাবেন। নাম বলা না গেলে আমরাও প্রতিবাদ করতে পারছিনা, শেষে না আবার এই নামটিই পাকাপোক্ত হয়ে যায় 🙂
লীলাবতী
ভাবতেছি , শুধু ভাবতেই আছি । কোনো সুরাহা করতে পারিনি আপু 🙁
লীলাবতী
মশাই ভাইয়া, কোথায় প্রতিবাদ করবেন, তা না । তার কাছ থেকে সাহস ধার করে কাকে বলবেন শুনি? আমাকে? 🙁
মশাই
আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? থাক থাক কাঁদবেন না। আমি ভাবছিলাম তার নামটা বললে একটু সাহস ধার নিয়ে ওই শব্দের সাথে আরো কিছু সহযোগী শব্দ যোগ করে ফেলতাম এই আর কি। তবে কাকে বলব তা বলা যাবে না তবে হ্যা আপনি দেখতে পারবেন।
লীলাবতী
নাম বলবো না , তবে আপনি কিছু যোগ করে লিখে ফেলুন কিছু 🙂
স্বপ্ন নীলা
ওরে বাবা !!! ঢং !! জানলাম, বুঝলাম —— তবে আপুনি তুমি ঢংগী নও ——- তুমি আমার লক্ষ্মী আপুনি ———
লীলাবতী
নীলাপু, একমাত্র আপনিই শান্তনা দিলেন, আপনি অনেক ভালো 🙂
বনলতা সেন
ঢং করা যাবে এ দিব্যি দিয়ে বাস করতে হবে নাকি ?
জুতোর ছবি পাঠানো যেতে পারে ।
দেখিনা কী হয় । চালিয়ে যান চালু রেখে ।
লীলাবতী
চালু আছে , চলবে 🙂
মিথুন
ঢঙ এর এতো অর্থ ? আপনাকে কেনো বলছে সেটা তো তাহলে অবশ্যই জানা দরকার 🙂
লীলাবতী
জি এত অর্থ । কেনো যে বলেছে তার উত্তর আজ পর্যন্ত পেলামনা আপু 🙁
শিশির কনা
দিদি তুমি এত্তগুলা ভালো । আমার ভাগ্য ভালো যে আমার নাম প্রকাশ করোনি :p (3
তুমি এত ঢঙি না :D)
লীলাবতী
এহ , আপনি বলেননি । আপনাকে অনেক দিন পরে দেখলাম 🙂
আদিব আদ্নান
কেমন আছেন ?
আপনি ঢং করলে ওদের সমস্যা কী ?
ঢং চালু রাখুন বেশি করে ,ওদের খ্যাতা পুড়িয়ে ।
লীলাবতী
সেটাই , মানুষ অন্যের দিকে এত তাকায় কেনো ? 🙁
নীতেশ বড়ুয়া
ঢং করে গানের যে ঢং নিলো তাতে ইচ্ছে হলো ঢংয়ের ঢং ঢং শুনিয়ে বলি ‘ঢং দেখে আর বাঁচিনা…হুঁহ’ :p
:D) :D) :D)
লীলাবতী
শুন্য আপু আমাকে ঢংগি বলেছেন, এর কোন বিচার এই ব্লগের মডুরা করেননি 🙁 এমন অপবাদ এর বিচার সোনেলায় পেলাম না, কি হবে এখানে ব্লগিং করে? 🙁
নীতেশ বড়ুয়া
আমরা কি এমন ঢংগি ব্লগার চেয়েছিলাম! নাকি আমরা কি এমন ঢংগি ব্লগিন উপাধি চেয়েছিলাম?
জাতেই বিবেকের কাছে উত্তর… :p
লীলাবতী
আপনি আমাকে বলছেন নাতো? কেমন সন্দেহ সন্দেহ লাগছে, কথার মারপ্যাঁচে হয়ত আমাকেই বলেছেন 🙁
নীতেশ বড়ুয়া
মারপ্যাঁচের ঢং করি নাইতো!!!!!!!
কাকে কি বলছি আমি?
:D)