আমার আলো হতে ইচ্ছে করে।
আমি আলো হতে চাই ।
আমি ছুটতে চাই সকল স্থবিরতাকে তুচ্ছ করে সবার আগে দুরন্ত গতিতে।
আমি আলো হতে চাই।
আমার ইচ্ছে করে সকল আঁধারকে উড়িয়ে দিয়ে সব কিছু আলোকিত করতে।
আমি আলো হতে চাই।
আমি ভোরের সূর্য হয়ে হতাশায় ডুবে যাওয়া মানুষগুলোকে জাগাতে চাই।
আমি আলো হতে চাই।
খোলা প্রান্তরের শুকনো বালিতে আমার চিকচিক করতে ইচ্ছে করে।
আমি আলো হতে চাই!
আমি স্বচ্ছ মনের মানুষগুলোর হৃদয় ভেদ করে ছুয়ে যেতে চাই।
নতুনভাবে মোড় নিয়ে প্রতিসরিত হতে চাই।
কিন্তু কেউ আয়নার মত পথ রুদ্ধ করে আমাকে ফিরিয়ে দেয়!
তারপরও আমি আলো হতে চাই।
কালো মেঘের বৃষ্টি শেষে আমার রংধনু হতে ইচ্ছে করে।
আমি আলো হতে চাই।
আলো হতে গিয়ে আমি হয়ে পড়ি দুর্বোধ্য।
কারো চোখে দৃশ্যমান; কখনো অদৃশ্য।
কেউ বোঝে না আমি কণার মতো ক্ষুদ্র নাকি তরঙ্গের মতো ছন্দময় বিস্তৃত!
কখনো আমি আবির্ভুত হই মরীচিকার বেশে এক বিভ্রান্তিকর চরিত্র হিসেবে।
তবুও আমি আলো হতে চাই।
কারণ কেউ কেউ হয়তো মনের প্রিজমে আমাকে বিশ্লেষণের চেষ্টা করে।
তাই আমি বিন্দুমাত্র বিচলিত না হয়ে চেষ্টা করি সরল পথে চলতে।
কারণ আমি আলো হতে চাই।
বাস্তব এবং অবাস্তবের ক্রান্তিলগ্নে আমি আলো হতে চাই।
দূর আকাশের তারার মেলা থেকে আমি সকলের চোখে এনে দেবো এক চিমটি স্বপ্ন।
আমি আলো হতে চাই।
চাঁদের সঙ্গী হয়ে আমি বিলাবো হাসি;
কখনো এক থালা, কখনো এক ফালি।
আমি আলো হতে চাই সকলকে আমার পথ দেখাতে ইচ্ছে করে একটি সুন্দর পৃথিবীর দিকে।
আমার আলো হতে ইচ্ছে করে।
কিন্তু বিপরীতমুখী দু’টি আয়নার মাঝখানে আমি আটকে পড়ে ছুটতে থাকি।
কেউ আমাকে মুক্ত করে না!
একটি কালো কাপড় এসে আমাকে ঢেকে দেয়;
আমি বের হতে পারি না।
এগিয়ে যেতে পারি না।
কৃষ্ণগহ্বর আমাকে নিজের দিকে টেনে নেয়;
কেউ হাত বাড়ায় না।
তবুও আমার আলো হতে ইচ্ছে করে আমি আলো হতে চাই।
সবকিছুকে আমি আলোকিত করতে চাই।
১২টি মন্তব্য
আবু জাকারিয়া
অস্বাধারন কাব্য। দোয়া করি আপনার আলো হওয়ার ইচ্ছা পুরন হবে আর যত অন্ধকার দুর করে দিবেন। শুভ কামনা। ভাল লাগল।
শান্তনু শান্ত
ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
আলো হয়ে ইচ্ছে পুরন করুন।দন্দ তো কিছু থাকবেই ভাইয়া।ভালো লেগেছে কবিতা।
লীলাবতী
আমি কিন্তু আলো হয়ে গিয়েছি।আপনিও হয়ে যান। একরাশ ভালোলাগা জানালাম কবিতায়।
অরণ্য
বেশ তো! তুই আলো হয়ে যা।
ভর, ভারের সীমানা পেরিয়ে তুই শক্তি হয়ে যা।
(y)
কৃন্তনিকা
আলো হতে পারবেন কিনা জানি না।
তবে প্রতিটি মানুষ চাইলে আলো বিলাতে পারে…
কবিতাটা বেশ সুন্দর -{@
জিসান শা ইকরাম
নিজে আলো হয়ে অন্যকে আলোকিত করুন -{@
নুসরাত মৌরিন
আলো হোন।
আলোর আলোয় কেটে যাক সব আঁধার…।
রিমি রুম্মান
চাওয়াগুলো পূর্ণ হোক। কবিতায় লেখায় সুন্দর আকাঙ্ক্ষা…
শিশির কনা
চাওয়া গুলো সুন্দর।
প্রজন্ম ৭১
হয়ে যান আলো (y)
সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে
আপনার ‘ আবার ফিরে আসলাম ‘ পোষ্টটি খসড়ায় রেখে দেয়া হলো, নীতিমালার সাথে সামঞ্জস্যা না হওয়ায়। পোষ্টের সাথে কিছু একটা লিখে পুনরার পোষ্ট করুন।
শুভকামনা, শুভ ব্লগিং -{@