যেতে হলে সেথায় অনেক পথ পাড়ি দিতে হবে; কিন্তু বৃষ্টিতো থামেনা, ছাতাও নেই হাতে। আর কতক্ষন একলা নিরালায় দাঁড়িয়ে থাকা যায়, আর কতক্ষনই বা সূর্যের অপেক্ষায় করা যায়? একেতো পথে কাঁদা, সেই সাথে নেই পথ চিনবার আলো! সকাল না সন্ধ্যা, দুপুর না রাত- কিছুই বোঝা যায় না। না দেখা যায় সূর্য না দেখা যায় চন্দ্র। [ বিস্তারিত ]