ফোঁৎ ফোঁৎ বাতাশে উড়ে ঘুড়ি আকাশে
কে ধরে?
সারা পথ ঘুরে ঘুরে দৌড়াই মাঠ জুড়ে
সকালে দুপুরে।
সুতো আর নাটাই থাকে হাতে
রঙিন ঘুড়িটা পাক মারে তাতে
চিলগুলো উড়ে উড়ে ভাসে আর ভাসে
আকাশে সাদা মেঘ হাসে আর হাসে
হঠাৎ ঘুড়ির সুতা যায় ছিড়ে
রঙিন ঘুড়িটাও যায়যে উড়ে!
জানিনা উড়ে গেছে কোন দেশে
কুড়িয়ে পাবে কেউ অবশেষে।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
কি আর করা !
নিজের রঙিন ঘুড়ি এখন অন্য কেউ উড়াবে………
ভালো লিখেছেন।
আবু জাকারিয়া
অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জানিনা উড়ে গেছে কোন দেশে
কুড়িয়ে পাবে কেউ অবশেষে।
এমনি করে নিজেরটা অন্যের হয়
ভাগ্য তাকেই কয় -{@
আবু জাকারিয়া
কার জিনিস কখন কার হয়ে যায় বলা যায় না। সব ভাগ্য! মতামতের জন্য ধন্যবাদ।
ব্লগার সজীব
আপনার গল্পের তুলনায় কবিতা ভাল হয় বলে আমার ধারনা।ভাল লেগেছে।
আবু জাকারিয়া
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
বেশ ভালো লেগেছে। মনে পরে গেলো সুতা শক্ত করবার জন্য কিসব যেন করতাম, ভাতের মাড়, সাবু জ্বালানো। তবু সুতা কেটে যেত। অনেক ঘুড়ি কুড়িয়ে ও পেতাম, হয়তো আপনার লেখার মতো কেটে যাওয়া কোন ঘুড়ি..
আবু জাকারিয়া
শৈশবের দিনগুলো অনেক সুন্দর থাকে, ঠিক রঙীন ঘুড়ির মত। এখনও মিস করি সেই সব দিনগুলো। ধন্যবাদ।