ঘুড়ি…

আবু জাকারিয়া ৭ মার্চ ২০১৫, শনিবার, ১০:০৩:০৯পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

ফোঁৎ ফোঁৎ বাতাশে উড়ে ঘুড়ি আকাশে
কে ধরে?
সারা পথ ঘুরে ঘুরে দৌড়াই মাঠ জুড়ে
সকালে দুপুরে।

সুতো আর নাটাই থাকে হাতে
রঙিন ঘুড়িটা পাক মারে তাতে
চিলগুলো উড়ে উড়ে ভাসে আর ভাসে
আকাশে সাদা মেঘ হাসে আর হাসে

হঠাৎ ঘুড়ির সুতা যায় ছিড়ে
রঙিন ঘুড়িটাও যায়যে উড়ে!

জানিনা উড়ে গেছে কোন দেশে
কুড়িয়ে পাবে কেউ অবশেষে।

৪৪৯জন ৪৪৯জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ