= তুই যে আমার প্রফাইল পিকচারে লাইক দিলিনা? তোকে বাসার কাজ থেকেই ছাটাই করে দেব।
* জরিনার উত্তর: আপনি আমাকে গতকাল ধমক দিয়েছেন, আমি সহ ৪০ জন বুয়া আপনার কোনো কিছুতে আর লাইক দেব না।
= প্লিজ লাগে জরিনা, তুই না আমার ফ্রেন্ড? 🙁 আজ আমিই কাপড় ধোবো, হাড়ি পাতিল মাজবো। তুই সবাইকে বলে দে লাইক দিতে। আর কখনো ধমক দেবনা সোনা, প্রমিজ।
*জরিনা: মনে থাকে যেন আপা।
***
জরিনা সোফায় বসিয়া আপার জন্য লাইক সংগ্রহ করিতে লাগিল। ম্যাডাম জরিনার কাজ করিতে লাগিল। শত হইলেও জরিনা ফ্রেন্ড 🙂 কাজের বুয়া হইলে কি হইবে? ফলোয়ারের সংখ্যা কম না জরিনার।
একটি সত্যি ঘটনা অবলম্বনে।
***
আমার বাসার বুয়াকে আজকেই একটি আইডি করে দিতে হয় :p
৩০টি মন্তব্য
নিহারীকা জান্নাত
আপনার বাসার বুয়ার এখনো ফেসবুক আইডি নাই!!!! সে তো পুরা আনস্মার্ট। তাকে কালই একটা ফেসবুক আইডি খুলে দিয়েন। ব্লগেও খুলে দিয়েন। আপনি তখন সবাইকে বলতে পারবেন,”আমার বুয়া শুধুমাত্র ফেসবুকারই নয়, ব্লগারও বটে”। 😀
লীলাবতী
আপনার বাসার বুয়া কি স্মার্ট আপু? 🙂 আমার বাসার বুয়ার নেই, খুলে দেব একটি আইডি। এন্ড্রয়েড সেট ব্যবহার করে সে। ব্লগ কি তা সে জানেনা। শিক্ষিত মানুষেরই ব্লগে আগ্রহ নেই, বুয়াদের থাকার প্রশ্নই ওঠেনা।
মিষ্টি জিন
ওরে কেউ আমারে মাইরালা ^:^…,
লীলাবতী
আচ্ছা মাইরালার ব্যবস্থা করছি আপু, সজু বাইয়া টুমি কুতায়? মিষ্টি আপুর জন্য কিছু একটা করো 🙂
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা… :D)
আগে হেসে নেই তো।
লীলাবতী
হাসা শেষ হয়নি এখনো? 🙂
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি হাসি শেষ হলো। এবারে অন্য একটা কথা বলি। ঠিক আছে? 🙂
আমাদের বাসায় কূয়ো থেকে জল তোলায় সাহায্য করতো সাধু বুড়া, বুড়ার ভাতিজা আর আমি একই ক্লাশে পড়তাম, ভিন্ন ভিন্ন স্কুলে। কতো বই আর নোটস যে তাকে দিতাম। ফেসবুকে এড পাঠিয়েছে এড করেছি। শুধু সাধু বুড়ার জন্যই আমি তাকে এড করেছি। কারণ আমার এ জীবনে সাধু বুড়ার অবদান অনেক। কাজের মানুষ কোনোদিনও ভাবিনি তাকে, এমনকি সেইরকম ব্যবহারও করিনি।
যাক ভালো থাকুন।
রিমি রুম্মান
আমাদের মা’কে বাসার কাজে সাহায্যকারী সেই ছোট্ট আলমগীর আজ আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এতদিনে সে উচ্ছল এক তরুন। 🙂
লীলাবতী
ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করেছেন তো আপু? 🙂
মৌনতা রিতু
:D) :D) গতরাতে হেসে আর বাঁচি না। মালেকা আমার ফোনে রিং আসলে কেঁপে ওঠে। মুই এ্যালা কি করি ;?
এটাকেই বলে পেটে খিল লাগানো পোষ্ট।
লীলাবতী
আপু ঘটনা কিন্তু সত্যি 🙂
মোঃ মজিবর রহমান
আমার আপসোস নাই,
ভালই দিলেন
লীলাবতী
কেমন আছেন ভাইয়া? 🙂
মোঃ মজিবর রহমান
আপনাদের দোয়ায় ভাল আছি আপু।
মারজানা ফেরদৌস রুবা
‘মাইরালা আমারে’ ডায়লগটা অনেকদিন শুনেছি কিন্তু কখনো নিজে কাজে লাগাইতে পারি নাই। আজকের পরও মনে হয় আর অমন যথার্থ কাজে লাগানোর সুযোগ আর খুঁজে পাবো না। কাজেই একটাই শব্দ উপযুক্ত—-
মাইরালা আমারে!
লীলাবতী
ঘটনাটি শুনে আমিও মনে মনে বলেছি ‘ মাইরালা আমারে’ 🙂
জিসান শা ইকরাম
এমন দিন আসতে হয়ত খুব দেরি নেই,
ভাল হয়েছে পোষ্ট।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।
আবু খায়ের আনিছ
কাজের বুয়া বলে কি সে ফেইজবুক চালাইতে পারব না? তা হইতে পারে না। রাজ পথে আন্দোলণ হোক এই ইস্যুতে। 😀
হাসি আর থামে না, কি যে করি, মহা মুশকিলে পড়েছি ব্লগে এসে।
লীলাবতী
ভাইয়া ঘটনা কিন্তু সত্যি 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সবার সমান অধিকার আছে সে ক্ষেত্রে বুয়ারা এগিয়ে আসবেন এটাই স্বাভাবিক। -{@
লীলাবতী
ঠিক বলেছেন ভাইয়া 🙂
ইঞ্জা
Kill me, some one kill me নইলে কেউ দড়ি ফালাও মুই বাইয়া উইট্টা যামু।
আফা কিতা পোষ্ট পুষ্টাইলেন, মুই তো আবেগে কাইন্দা লাইছি। ;( :D)
লীলাবতী
কাইন্দালাইছেন? আহারে ভাইয়া, আপনার কান্দন দেখে আমিও কাইন্দালাইছি ;(
ইঞ্জা
:D)
ছাইরাছ হেলাল
সমানাধিকারের জয় হবে নিশ্চয়!!
ফেবু ছাড়া আমাদের চলেই না!!
অনিকেত নন্দিনী
আল্লাহয় বাঁচাইছে! আমার এক বুয়া পড়তে জানেনা, আরেক বুয়া কোনোরকমে একখানা আন্ধা সেট (ক্যামেরা ছাড়া সেট) চালায় তবে ড্রাইভার আর দারোয়ানদের ফেসবুক আইডি আছে। সেদিন পিপল ইউ মে নো তে দেখলাম আমার পুত্রকে আরবী পড়ায় যে হুজুর, তারও ফেসবুক আইডি আছে।
আমার ফেসবুক আইডির নাম আমার নিজের নামে না বলেই হয়তো দারোয়ান ড্রাইভারেরা এখনো রিকুয়েস্ট পাঠাতে পারেনি। আমার নিজের নামে হলে হয়তো বহু আগেই রিকুয়েস্ট পেয়ে যেতাম।
শুন্য শুন্যালয়
বুয়াদের আইডি তো অনেক পুরনো কথা। তবে কাজের বিনিময়ে লাইক আইডিয়াটা বেশ পছন্দ হইছে। 🙂
যতই যা বলি, উই লাইক ফেসবুক লাইক। তুমি করোনা ভত্তাবতী? 🙂
নিতাই বাবু
সম্মানিত নীলাবতী দিদি, ব্যস্ততার কারণে আমি সময়সময় অনেককিছু মিস করে ফেলি দিদি। যেমন মিস করে ফেলেছি আপনার অনেকগুলো লেখা। ফেসবুকে আপনাকে দেখি সোনেলা ব্লগের প্রায় সব লেখাই আপনি শেয়ার করে থাকেন। কিন্তু ফেসবুকে আপনাকে আমি বন্ধু হিসেবে যোগ করতে পারিনি। তবে দুঃখ নেই তা হয়তো অচিরেই হয়ে যাবে।
যা বলার,
দিদি ফেসবুক নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আছে বিস্তর অভিযোগ। তা পরে বলা যাবে আশা করি, এখন বললে লেখার লাইন লম্বা হয়ে যাবে।
ধন্যবাদ দিদি ভালো থাকবেন।
শাহানা আক্তার
কাজের বুয়ারা কিন্তু এখন আর ফেলনা না এইটা বুঝতে হবে।