ফেইসবুক লাইকে নূতন মাত্রা

সোনেলা রোদ্দুর ৩১ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ১১:০৭:২২অপরাহ্ন রম্য ৩০ মন্তব্য

likeage

= তুই যে আমার প্রফাইল পিকচারে লাইক দিলিনা? তোকে বাসার কাজ থেকেই ছাটাই করে দেব।
* জরিনার উত্তর: আপনি আমাকে গতকাল ধমক দিয়েছেন, আমি সহ ৪০ জন বুয়া আপনার কোনো কিছুতে আর লাইক দেব না।
= প্লিজ লাগে জরিনা, তুই না আমার ফ্রেন্ড?  🙁  আজ আমিই কাপড় ধোবো, হাড়ি পাতিল মাজবো। তুই সবাইকে বলে দে লাইক দিতে। আর কখনো ধমক দেবনা সোনা, প্রমিজ।
*জরিনা: মনে থাকে যেন আপা।

***
জরিনা সোফায় বসিয়া আপার জন্য লাইক সংগ্রহ করিতে লাগিল। ম্যাডাম জরিনার কাজ করিতে লাগিল। শত হইলেও জরিনা ফ্রেন্ড 🙂 কাজের বুয়া হইলে কি হইবে? ফলোয়ারের সংখ্যা কম না জরিনার।
একটি সত্যি ঘটনা অবলম্বনে।

***
আমার বাসার বুয়াকে আজকেই একটি আইডি করে দিতে হয় :p

৯৭৩জন ৯৭৩জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ