আজ মালয়েশিয়াতে আমাদের শেষ দিন। দুপুর ১২টায় আমাদের হোটেল চেক আউট। একটু দেরি করেই সকাল ৮.৩০ এর দিকে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্ট করে রূমে এসে ব্যাগ গুছাতে লেগে গেলাম। এদিকে দেখি কর্তা এ ক'দিন ধরে যা যা কিনলাম তার রিসিটগুলো এই ব্যাগ, সেই ব্যাগ, মানিব্যাগ, পকেটের চিপা-চাপা থেকে বের [ বিস্তারিত ]