অরিত্র,
এইসব হেমন্তের রোদেলা ভীষণ
একাকি দুপুর গুলোতে আমার খুব
ইচ্ছে করে তোমায় নিয়ে নিরুদ্দেশ হতে,
শহরের এই ভীড় এড়িয়ে কোন
প্রাচীন ঝুড়ি নামা বটের ছায়ায়
বসে থাকতে ইচ্ছে করে।
তুমিতো জানো বটের ছায়া আমার বড্ড প্রিয়
রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায়
আরো নরম হয়ে উঠবে তখন
দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব
লক্ষহীন ভাবে।
শিশিরের শব্দের মতন ঝুপ করে নেমে আসা সন্ধ্যায়
যদি খুব চায়ের তেস্টা পেয়ে যায়
তো বসে পড়ব গ্রামের কোন টং এর চা স্টলে।
গ্রাম গুলোতে গভীর রাত
হতে খুব বেশী সময় লাগেনা
ঝিঁঝিঁ পোকা আর পেঁচা ডাকে গভীর রাতে
কোন খোলা মাঠে বসে
আঁধারে জোনাকিদের ওড়াওড়ি দেখে রাত ভোর করে দেব।
জানো অরিত্র
ভেতরে ভেতরে আমি সবসময়ই যাযাবর
মাঝেমাঝেই ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে কোন
পাহাড়ে চলে যাই,
কিংবা একটা কিংবা একটা ট্রেনে চড়ে বসি
আমার কোন নির্দিষ্ট গন্তব্যস্থান নেই,
ট্রেনটা যেখানে গিয়ে থামবে আমিও
সেখানে নেমে পরব।
আমার খুব নিরুদ্দেশ
হতে ইচ্ছে করে অরিত্র।
১৭টি মন্তব্য
আদিব আদ্নান
নিরুদ্দেশ হোন – সমস্যা নেই ।
তবে নিরুদ্দেশ দেশটির ঠিকঠাক খোঁজ নিয়েছেন কি?
সব বটগাছ বটগাছ নয় , জোনাকিরা জোনাক নয় ।
তবুও মন্দ নয় নিরুদ্দিষ্ট হওয়া – একাকী বা দুজনার দুজনে ।
লীলাবতী
নিরুদ্দেশ হবো ঠিকানা বিহীন কোন দেশে। তবেই না নিরুদ্দেশ হবার মজা
আদিব আদ্নান
ঠিকানা বিহীন কোন দেশ ও কোন একটা দেশ ।
তাই বলছি সেটার খোঁজ নিয়েছেন কিনা তাই বলেছি ।
আপনার এই লেখা নিয়ে একটি ‘প্রতি লেখা’ লিখেছি অরিত্র’র কাছে ।
লেখাটি শেষ হলেই দিয়ে দেব ।
জিসান শা ইকরাম
বেশ আন্তরিক ভাবে বললেন নিজের কথা।
আপনার তো বলার মতো একজন ‘অরিত্র’ আছেন
অনেকের কেউ নেই
দুঃখ কষ্ট স্বপ্ন চাপা দিয়ে রাখেন একাকী নিজের মাঝে
কিম্বা আনন্দ উচ্ছ্বাসকেও বয়ে বেড়ান নিঃসঙ্গ শুধু নিজের মাঝে।
লেখা সুন্দর হয়েছে ।
শুভকামনা সব সময়ের জন্য।
লীলাবতী
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
প্রজন্ম ৭১
নিরুদ্দেশ হওয়া ভালো নয়। বুঝা যাচ্ছে আপুর মন আজ কোন কারনে বিক্ষিপ্ত। সব দিন সমান নয়, মেঘ কেটে গিয়ে সূর্য উঠবেই।
লীলাবতী
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
শিশির কনা
হয়ে যান নিরুদ্দেশ , যেখানে মন চায় । যাযাবর জীবনটা তো আমাকেও হাতছানি দেয়, এযেন আমারই লেখা আপু।
লীলাবতী
শিশির আমাদের তিনজনের একটা দল আছে, আমরা মাঝে মাঝেই হুটহাট নিরুদ্দেশ হয়ে পরি। আর ভবঘুরে বাউল যাযাবর বোহেমিয়ান জীবন আমার সবসময়ের কাম্য ছিল। ঈশ্বর আমাকে নিরাশ করেননি। আমি পুরোদস্তুর ভবঘুরে জীবনযাপন করি।
জবরুল আলম সুমন
দিবা-রাত্র শুধু অরিত্র নিয়ে চিন্তা করলেই হবে? এতো চিন্তা টিন্তা না করে এখনই নেমে পড়ুন… হয়ে যান নিরুদ্দেশ। এখন যৌবন যার, নিরুদ্দেশ হওয়ার সময় তার!!! আর কদিন পরে ত নিরুদ্দেশ হওয়ার চিন্তাও করতে পারবেন সংসারের গ্যাড়াকলে পড়ে… হা হা হা। নিরুদ্দেশ হোন আর নাই হোন কবিতা কিন্তু হেভবি হয়েছে… দারুণ। শুভ কামনা রইলো।
লীলাবতী
সংসারের গ্যাড়াকল কখনোই লীলাবতিকে রুখতে পারবেনাআআআআ। শুভ ভোর সুমন।
যাযাবর
আপু , আমি কিন্তু রিয়েল যাযাবর । আমাকেও সাথে নিয়েন যদি বেড় হন , গাইড হবো 🙂
লীলাবতী
ঠিকাছে যাযাবর এরপর নিরুদ্দেশ হলে আপনাকেও নেব সাথে!
নীতেশ বড়ুয়া
আপনার নিরুদ্দেশে সাথী অরিত্র আপনার সাথেই নিরুদ্দেশ হয়েছে মনে হচ্ছে ;?
লীলাবতী
আমাকে লজ্জায় ফেলবেন,এমন পণ করেছেন মনে হচ্ছে 🙂
নীতেশ বড়ুয়া
:D) আপনাকে লজ্জায় ফেলার আগে আমার নৌকাডুবি হোক :p
সুরাইয়া পারভীন
ইচ্ছে রা পূর্ণতা পাক
প্রিয়জনের হাত ধরে
নিরুদ্দেশ হন গন্তব্য হীনপথে