ময়না লো তোর লম্বা মাথার কেশ………… মিষ্টি মধুর হাসি দিয়া পাগল করলি দেশ……… ময়না লো পোষ্টের থিম সং এটি। ক্লিক না করলে পোষ্টের মজা নেই
তোমার মাথায় কত চুল ……..তুমি চুল পরিমান ভালো বাসা আমায় যদি দিতে………
আমি আর কিছু দিন থাকতাম বেঁচে এইনা পৃথিবীতে ……. আহারে কত দুস্কে মরনের পথে যাত্রা 🙁 (-3
গানটি কিন্তু সুন্দর 🙂 এমন কথা শুনে যে কোন মেয়ে মোমের মত গলে যাবে। আমিও :p
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ………। কত কিছু পায় নারীদের চুলে 🙂 কিন্তু আমরা পুরুষদের এই গান কাব্য উপেক্ষা করে চুলকে কেটে পুরুষদের হৃদয় ভেঙ্গে টুকরো টুকরো করে দেই। আমি অবশ্য না। আমার চুল দেখুন :p
চুল নিয়ে আমাদের দেশে কত কাব্য, কত গান, কত হেয়ার ষ্টাইল, কত পরিচর্য্যা। কত জাহাজ নারকেল তেল আমদানী করতে হয় দেশে কে জানে?
আমাদের সোনেলার ব্লগার বন্দনা কবীর আপুর চুলও কিন্তু অবাক করার মত লম্বা। যদিও আপুটাকে এখন পর্যন্ত সামনা সামনি দেখিনি আমি,তবে দেখে ফেলবো যে কোনোদিন 🙂 আপুটাকে অনেক শুভেচ্ছা -{@ আপুর সাথ দাঁড়ানো তার ভাইকেও শুভেচ্ছা 🙂
সুচনা সমাপ্ত, আসুন এবার মূল লেখায়
চীনের একটি সুন্দর গ্রাম। পাহাড় বেষ্টিত গ্রামটির বাড়িগুলোর পাশ দিয়েই বয়ে গিয়েছে একটি সুন্দর নদী। কি আছে এই গ্রামটিতে ? যা অন্য গ্রাম বা বিশ্ব থেকে আলাদা বৈশিষ্ট এনে দিয়েছে? চীনের হুয়াংল্যু গ্রাম , ”world’s longest hair village” বিশ্বের লম্বা চুলের গ্রাম হিসেবে স্বীকৃত গিনিচ বুকে।
এই গ্রামের নারীদের চুলের গড় দৈর্ঘ পাঁচ ফুট ছয় ইঞ্চি, বড়দের চুলের দৈর্ঘ ছয় থেকে আট ফুট। জীবনে একবারই মাত্র এখানের নারীরা চুল কাটে, তা ঠিক ষোল বছর বয়সে বিয়ের পুর্বে 🙂
লম্বা এবং কালো চুলের গোপন রহস্য কি ?
এই নদীর পানিতে চুল ধোয়াই আসলে এর গোপন রহস্য। কোন শ্যম্পু ব্যবহার করেন না এই সব নারীগন। সপ্তাহে দুই দিন চুল ধুতে আসেন এই নদীতে।
চুল ধোয়া শেষ, এবার শুকানোর পালা। নিজের চুলে নিজেই মুগ্ধ সবাই।
বাড়িতে যাবার পুর্বে হালকা চিরুনি দেয়া
মোটামুটি একটি খোপা করা হলো, এবার বাড়িতে আসুন 🙂
এত লম্বা চুল তো আর বসে বসে আঁচড়ানো সম্ভব নয়, তাই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চুল ঝুলিয়ে আঁচড়াতে হয়। এই চুল দেখে কোন যুবক উপর দিকে তাকিয়ে রাস্তায় কিছুর সাথে ধাক্কা খেয়ে পরে গেলে আমরা কিন্তু দায়ী নই। বাসার অভ্যন্তরে তো আর বারান্দ থাকে না। বারান্দ রাস্তার পাশেই থাকে। হে যুবক সাবধানে পথ চলিও 🙂
চুল আচড়ানো হয়ে গিয়েছে। এখন খোপা করার পালা। ১,২,৩,৪ ধাপে দেখানো হয়েছে কিভাবে খোপা করতে হবে। ৪ নং ফটোতে দেখুন খোপা করার পরে কত গর্জিয়াস লাগছে 🙂
বাইদা ওয়ে, যত বৃধা নারীই হোকনা কেনো, এই গ্রামের কোন সাদা চুল ওয়ালা নারী নেই। নদীর পানি বোতল যাত করে বিক্রী কেনো যে চীন সরকার নেয় না বুঝিনা।
পোষ্ট উৎসর্গঃ
ছাইরাছ হেলাল ভাইয়া, আমার এই সমস্ত পচা পোষ্টেও যিনি মন্তব্য করে উৎসাহ দিয়ে আসছেন।
শুন্য শুন্যালয় আপু , যিনি আমাকে আদর করে ঢংগি ডাকেন, যদিও কাউকে বলিনি একথা এখনো। বলবোও না ।
দুজনেই হাফ সেঞ্চুরী পোষ্ট দিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন দুজনকে।
৪০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
লীলাবতি কি এবার চুলবতি হবে নাকি? মন্দ হয় না।
গান শুনতে শুনতে ভত্তাবতির চুলের একখানা ফটুক দিলে মন্দ হত না।
দারুণ উৎসর্গ, প্রথম অংশটুকু বাদে।
আপনাকে কিন্তু অনেক কম কম দেখছি এখানে।
লীলাবতী
কত বতি যে ভবিষ্যতে আরো হবেও, কে জানে ? ফটো দিয়ে দেবো একদিন, দেখবেন পালাবেন না যেনো 🙂 উৎসর্গ
দুই অংশটুকুই ঠিক আছে ভাইয়া।
হৃদয়ের স্পন্দন
হুম তাদের শুভেচ্ছা রইলো সাথে চুলবতীকেও তথ্য বহুল পোস্ট দেওয়ার জন্য
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।
হৃদয়ের স্পন্দন
স্বাগতম আপু
লীলাবতী
-{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমি অবশ্য না। সত্যি কি তাই?
লীলাবতীর পোষ্ট মানেই বাড়তি ইমেজ কান্নার স্হলে হাসির বা মন ভাল রাখার খোরাক।অপূর্ব অজানা কথা জানিয়ে দিলেন অথচ গানটি ছিল স্বদেশী আর মডেলগুলো ছিল বিদেশী চমৎকার কমিনিকেসনস।
শ্রদ্ধেয় হেলাল ভাই ও শুণ্য শুণ্যালয়কে হাফ সেঞ্চুরীর শুভেচ্ছ। -{@ -{@ -{@ –
লীলাবতী
হুম, সত্যি ভাইয়া। গানের মডেল তো দেশী সব ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
মনির খানের গান দুটো দারুন লাগলো।
পোষ্ট ভালো হয়েছে
নতুন নতুন বিষয় জেনে যাচ্ছি আপনার মাধ্যমে।
উৎসর্গ দেখে ধন্যবাদ পেতেই পারেন আরো একটা।
এই তাহলে ঘটনা? কে কাকে ঢংগি বলেছে, আমরা অবশ্য জানিনি এখনো 🙂
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া। ঢংগি প্রসঙ্গ আমিও আমিও কাউকে বলিনি :p
মামুন
অসাধারণ একটি লিখা। সংগ্রহে রাখার মত।
খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে। (y)
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ প্রিয় ব্লগার।
খেয়ালী মেয়ে
চুলময় পোস্ট 🙂 গানটা আসলেই সুন্দর :p
এত্তো এত্তো লম্বা চুল দেখে মনের মাঝে একটা প্রশ্নের উদয় হল যে, এত্তো লম্বা চুল কি আসলেই সৌন্দর্য বৃদ্ধি করে? ;?
যে নদীর পানির এতো গুণ, সেই নদীর নামটাই তো জানা হলো না 🙁
লীলাবতী
নদীর নামটি আছে কিনা লিংকে মনে করতে পারছিনা। পেলে দিয়ে দেবো পরী আপু 🙂
ব্লগার সজীব
এত বিশেষন আর কোন ব্লগার পেয়েছেন বলে আমার মনে হয়না।গান,ছবি,বিষয়বস্তু মিলিয়ে বেশ ভালো একটি পোষ্ট ++++++++++++++
লীলাবতী
ধন্যবাদ এত্তগুলো পাস দেয়ার জন্য।
সাতকাহন
এর জন্যই বলি সোনেলাতে আমার প্রিয় কিছু ভাই-বোন আছে, যাঁদের সবগুলো পোস্ট-ই ইউনিক, এই পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
লীলাবতী
লিখতে তো আর পারিনা,তাই এসব ছবি টবি দিয়ে আনন্দ করি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
কি দারুন পোস্ট !!! কিন্তু এমন পোস্ট এই অধমরে উৎসর্গ করে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলেন? আমার যে চুল একটু খানি 🙁
আমার চুল দেখুন বলে হাওয়া হয়ে আমাদের বোকা বানানো হলো !!! খুব খারাপ।
আপনার এমন পোস্ট দেখলে খুব ঈর্ষা হয়, কত্তো মজার মজার কিছু জানার আছে।
বন্দনা আপুর চুল তো অনেক লোভনীয়, আসলে এ পর্যন্ত চুলই সুন্দর, এর চেয়ে বড় হলে লেজের মতো আবার না দেখায়, অবশ্য পোলারা কি পছন্দ করে তা আল্লাই জানে।
চুলবতী, এবার তো আপনার টাইটেলের একটা বিলবোর্ড বানাতে হবে। 🙂
ইয়ে মানে, আমি যে আপনাকে ঢংগী বলি তা সবাইকে বলে দিলেন? কেনো বলি তা যেন আবার না বলে দেন, আপনাকে দিয়ে বিশ্বাস নেই।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ লিলাবতী দি। লাভু। (3
লীলাবতী
আমার চুলের বেনী দেখেন নি? কত সুন্দর ভাবে কোমড়ের কাছে ঝুলে আছে 🙂 আমি কি আপনার মত লিখতে পারি? তাইতো খুঁজে খুঁজে অন্যের লেখা পড়ে দিয়ে পোষ্ট দেই। বন্দনা আপুর চুল দেখে আমিও অবাক হয়েছি। কত যে উপাধী পেলাম এখানে এসে 🙂 আপু আপনি ঢংগি বলেছেন তা কাউকে বলিনিতো। লিখেছি শুধু। লাভ ইউ আপু (3
আবির
আমি ভয় পাইছি আপুনি, এতো লম্বা লম্বা চুল দেখে, অজানা অনেক তথ্যও দিলেন আর গান শুনছি আগেই, সব মিলাই অনেক ভালো লাগছে কিন্তু! ধন্যবাদ আপুনি। আমিও তাইলে চুলওয়ালী একটা খুইজা ঘরে নিয়ে আসমু , আপনারে জানামু তারপর, এই পোষ্টে কিন্তু তার চুলের ছবি এড করতে হইবো।
লীলাবতী
এখন বড় চুল রাখা অবশ্য ঝামেলা খুব। চীনের ওখানে পারেন সবাই, তারা এটিকে রেওয়াজ হিসেবে নিয়েছেন। ঐ নদীর পানিতে কিছু একটা আছে, যে কারনে চুলে অন্য কিছু দিতে হয়না। ধন্যবাদ আপনাকে।
কৃষ্ণমানব
চুলবতী :3
চুল নিয়ে তো বিস্তর গবেষনা :v
চালিয়ে যান !
ভবিষ্যতে আর চুল থাকবে না :p
লীলাবতী
চুল যাবে কোথায় ?
বনলতা সেন
দেখবেন আবার যেন চুলাচুলি বাধিয়ে না বসে কেউ।
কেমন আছেন? ভত্তাদি।
লীলাবতী
আপনার জন্য একটি গান দিতে হবে দেখছি, ‘এতদিন কোথায় ছিলেন ? ‘ চুলাচুলি করার লোকই তো পাইনা :p আমি ভালো, আপনি ভালো ছিলেন তো ?
নুসরাত মৌরিন
ইয়া মাবূদ!! এ আমি কী দেখলাম!!
এতো চুল!! হিংসায় আমি জ্বলে পুড়ে যাচ্ছি!!আমার চুল তো লম্বাই হয় না!! 🙁
চুলের বাহার দেখতে দেখতে চোখে অন্ধকার দেখছি!! :p
লীলাবতীদি ওই নদীর পানি আসলেই বাজারজাত করা উচিত!!
সোনেলাকে এমন চুলে চুলে ঢেকে দেয়ার জন্য ধন্যবাদ। 🙂
লীলাবতী
চলেন আপু আমরা চীনের ওখানে চলে যাই। বিয়ে করি চাইনীজ দের। চুং চাং করে কথা বলি। আর হয়ে যাই চুলওয়ালী :p আপনাকেও ধন্যবাদ আপু।
স্বপ্ন নীলা
চুলের গোপন রহস্য জানলাম —এত বড় চুল !!!
ইস আমার যদি এমন চুল থাকতো
এত সুন্দর একটি পোস্ট দিয়েছেন, আর আমি +++++++++ দিব না !! তা কি করে হয়
শুভকামনা আপু
লীলাবতী
এত চুল সামলানো কঠিন আসলে আপু। পড়ার জন্য ধন্যবাদ।
স্বপ্ন
লীলা আপু এসব আপনি খুঁজে পান কিভাবে?মনির খানের গান তো আজ প্রথম শুনলাম।আলাদা একটি মাদকতা।আপনার পোষ্ট অনেক মিস হয়ে গিয়েছে।শুধু পানিতেই চল এমন ঘন কালো হয়?
লীলাবতী
নিজে লিখতে পারিনা ভাইয়া,তাই এসব খুঁজে ফিরি নেটে,যা ভালো লাগে শেয়ার করি সবার সাথে।হ্যা শুধু পানিতেই।অনেক দিন পরে দেখলাম আপনাকে।ভালো আছেন তো আপনারা দুজন?
মরুভূমির জলদস্যু
আমার এক বান্ধুবীর চুল ছিলো বিশাল লম্বা। অনেক দিন পরে হঠাত একদিন দেখি বিয়ের পর সে তার চুল ঝেটে ফেলেছে। 🙁
লীলাবতী
বিয়ের পুর্বের অনেক কিছুই মেয়েরা আর রাখতে পারেনা ভাইয়া।
মিথুন
এতো সুন্দর পোস্ট লীলাবতী আপুকেই মানায়। আমারও কিন্তু অনেক লম্বা চুল। হাফ সেঞ্চুরিয়ান দুজনের জন্য শুভেচ্ছা। আপু চুলের পর্ব আরো দেয়া যায়না?
লীলাবতী
আপনারও চুল লম্বা? এটি আগে জানাবেন না?তাহলে আপনার নামও দিয়ে দিতাম পোষ্টে। চুলের আর একটি পোষ্ট হবে এরপরেই।অবাক হবেন মাষ্ট।আজ স্বপ্ন মিথুন দুজনেই হাজির 🙂 -{@
নওশিন মিশু
নুতন কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে ….
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ মিশু 🙂
শিশির কনা
অবাক করা এবং ভিন্ন ধরনের পোষ্ট মানেই আপনার পোষ্ট,এটি এখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে।
লীলাবতী
প্রশংসা পেতে সবারই ভালো লাগে,আমারো :p