ঘটনা: এক বড়দিনের ছুটি সাথে সাপ্তাহিক কয়েকটা ছুটি পাইলাম, ভাবলাম ঘুরে আসি একটু কাছের দূর-দুরান্ত থেকে। ভাবের-সাথে টাব না মিশাইয়া লাইনে গিয়া দাড়াইলাম, ট্রেনের টিকেট কাটবো বলে। মুরুব্বীর কথা বাসি হলেও ফলে তাই বলে মুরুববীদের কথা শুনতে হবে সেই বোকা আমি না, শেয়ালের লেজ কাটা গল্প জীবনের শুরুতেই পড়েছি আর তাই মুরুব্বীরা ক্যামনে জ্বলতে জ্বলতে [ বিস্তারিত ]