অবশেষে ফেইসবুক আইডি খুলেই ফেললাম 🙂
কিন্তু সমস্যা একটি হয়ে গিয়েছে । নাম হয়ে গিয়েছে লীলাবতী বতী :p কত চেষ্টা করলাম একটা বতী আর বাদ দিতে পারলাম না । ইচ্ছে হয় একটি বটি দিয়ে শেষের বতীকে কুপিয়ে কুপিয়ে আলাদা করে দেই , কিন্তু পারিনা । ৬০ দিন নাকি অপেক্ষা করতে হবে ।
ফেইসবুক আপডেট:
১। আজ পর্যন্ত আমার বন্ধুর সংখ্যা ৫৩ জন । কত্ত বন্ধু আমার 🙂
২। ইনবক্স বুঝতে তিনদিন লেগেছে । কিন্তু ইনবক্স বুঝে দুইজন বন্ধুর ওয়ালে উত্তর দিয়ে ফেলেছি :p
৩ । আমার ছোট ভাই আমার আইডি করে দিয়েছে । ১০০ টাকা নিয়েছে দুষ্টটা । সোনেলায় জেনেছিলাম ৫০০ বা ১০০০ টাকা লাগবে । ছোট ভাইকে বলায় সে বললো ‘ আপু আমাকে ১০০ টাকা দাও , আমি বাইরে থেকে করিয়ে এনে দিচ্ছি ‘ । এখন জেনে গিয়েছি ফেইসবুক আইডি করতে কোনো টাকা লাগেনা 😀
৪ । সবাই ঘন ঘন Status পালটায় 🙂 মজাই লাগে দেখতে ।
আমার ফেইসবুক আইডি দেখার জন্য এখানে ক্লিক করুন ।
২৭টি মন্তব্য
খসড়া
অবশেষে আমি তাহাকে পাইলাম,তাহাকে ধারন করিলাম তাহারে রহিলাম।
লীলাবতী
আপনার আইডি তো খুজেই পেলাম না ভাইয়া 🙁
ছাইরাছ হেলাল
অবশেষে আপনি অশেষ নেকী হাসিল করলেন ।
তবে চোখের পানি মোছার জন্য টিসু এবং সংরক্ষণের জন্য বালতি হাতের কাছেই রাখুন ।
লীলাবতী
টিস্যু এবং বালতির অপরিহার্যতা এখন বুঝতে পেরেছি ভাইয়া। পরামর্শের জন্য ধন্যবাদ ।
রিমি রুম্মান
ইচ্ছে হয় একটি বটি দিয়ে শেষের বতীকে কুপিয়ে কুপিয়ে আলাদা করে দেই , কিন্তু পারিনা_______ ব্যাপক বিনোদন পেলাম। কারো পৌষ মাস … কারো সর্বনাশ ! :p
লীলাবতী
:p আপনি তো সোনেলাকে ভুলেই গেলেন আপু। আপনার লেখাকে মিস করি। -{@
নীল রঙ
আপনার প্রোফাইল দেখেছি মাত্র।স্বাগতম নীল দুনিয়ায়। 🙂 -{@
লীলাবতী
আপনি আমার বন্ধু তালিকায় আছেন কিনা বুঝতে পারছি না ।
মশাই
আজকাল মানুষকে ভাল বুদ্ধি দিতে নেই। সোনেলাতে ৫০০/১০০০ টাকা বলেছিলো ঠিকই কিন্তু কাজও হতো কাজের মত। ১০০টাকা দিয়ে আইডি খুলেছেন “বতী” তো একটা বেশি হবেই। সস্তার যে তিন অবস্থা সেটা মনে ছিলো না? আমার কাছ থেকে নিলে বতী ঠিকই থাকতো আর ভুল হলেও ষাট দিনের কোনো ঝামেলা থাকতো না। তখন বলেছিলাম ভাল লাগেনি এবার বুঝেন মজা। ……… \|/ \|/ \|/
জিসান শা ইকরাম
ঠিক ঠিক , ১০০ টাকায় এর চেয়ে ভালো সার্ভিস পাওয়া যায় না । ৫০০/১০০০ টাকার ফেইসবুকে যখন খুশি তখন নাম পাল্টানো যায় 🙂
লীলাবতী
ইস, কত বোকা ছিলাম আগে :p
শুন্য শুন্যালয়
ইনবক্স ভেবে বন্ধুর ওয়ালে কি লিখেছেন? কাকে লিখেছেন? জাতি কিন্তু জানতে চায় 🙂
লীলাবতী
ভুলে ভুলে আপ । এক ভাইয়া ইনবক্স এ মেসেজ দিলো, আমাকে ধন্যবাদ জানিয়ে, সে নাকি নিজকে ধন্য মনে করেছে। তখন তো আর বুঝতাম না কোথায় লিখতে হবে। কিছুই না লিখে ফেইসবুক দেখছি, এরপর হটাত দেখি তার নাম। লিখলাম তার ওয়ালে, ভাইয়া আমি আপনাকে এড করেছি, এতে আপনার ধন্য হবার কি আছে ? 🙂 তিনি অবশ্য সেটা মুছে দিয়েছিলেন।
জিসান শা ইকরাম
মাত্র এ কদিনেই বন্ধ ৫০+ ? এত্ত বন্ধু দিয়ে কি করবেন ?
নাম থেকে একটা বতী বাদ সোনেলার ব্লগারগন বিনা মুল্যে করে দিবেন ।
আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিন 🙂
লীলাবতী
ইউজার আইডি আর পাসওয়ার্ড ? কভি নেহি :p
ওয়ালিনা চৌধুরী অভি
পোষ্ট , মন্তব্য পড়ে হাসতেই আছি । ইনবক্সের মেসেজ দিয়েছেন ওয়ালে ? 🙂 আইডি আর পাসওয়ার্ড ভুলেও দিবেন না কাউকে ।
লীলাবতী
আইডি আর পাসওয়ার্ড ? কভি নেহি। আগে বোকা ছিলাম, এখন বুদ্ধি হয়েছে আপু :p
প্রিন্স মাহমুদ
ভাল করেছেন । সময় অসময়ে বিরক্ত করে
লীলাবতী
🙂
সাইদুর রহমান সিদ্দিক
আহ্,ইনবক্স ভেবে ওয়ালে লিখনি,মজাই পেলাম
লীলাবতী
এখন আর লিখিনা ভাইয়া । 🙂
অলিভার
ব্লগের “লীলাবতী” আপা ফেসবুকে হয়ে যায় “লীলা বতী”
মাঝের এই দূরত্ব (স্পেস) দূর করে দিন। [ বিনামূল্যের টিপস দিবো :p ]
লীলাবতী
অলিভার ভাইয়া ফেইসবুকে যেমন আছে তেমন থাক।আমি সোনেলায় যেমন আছি, এটিই আমার আসল পরিচয়।
নীতেশ বড়ুয়া
অবশেষে আমি ফেসবুক ছাড়িয়া দিলাম :p
লীলাবতী
ভালো করেছেন দাদা ভাই।আমিও আছি না থাকার মত।সোনেলাতে প্রাণ, আনন্দ পাই। ফেইসবুকে নয়।
নীতেশ বড়ুয়া
ফেসবুকে এক রকম আর এখানে অন্য রকম। এখানের সুবিধে হচ্ছে পড়া আর পড়ার ফাঁকে মতামত জানিয়ে আড্ডা। কিন্তু ফেসবুকের মতো অন্য কিছুই আর মনোযোগ কেড়ে নিতে পারে না… \|/
আবু খায়ের আনিছ
কেউ ছাড়ে আর কেউ ধরে, নীতেশ দাদা পুরুনো ব্যবহারকারী, ছেড়ে দিয়েছেন। আমিও ছিলাম বছর চার-পাঁচ কিন্তু এখন আর থাকতে ইচ্ছা করে না।