অবশেষে আমি ফেইসবুকে

সোনেলা রোদ্দুর ২০ মে ২০১৪, মঙ্গলবার, ১০:১৩:১৫অপরাহ্ন বিবিধ ২৭ মন্তব্য

অবশেষে ফেইসবুক আইডি খুলেই ফেললাম 🙂
কিন্তু সমস্যা একটি হয়ে গিয়েছে । নাম হয়ে গিয়েছে লীলাবতী বতী :p কত চেষ্টা করলাম একটা বতী আর বাদ দিতে পারলাম না । ইচ্ছে হয় একটি বটি দিয়ে শেষের বতীকে কুপিয়ে কুপিয়ে আলাদা করে দেই , কিন্তু পারিনা । ৬০ দিন নাকি অপেক্ষা করতে হবে ।

ফেইসবুক আপডেট:
১। আজ পর্যন্ত আমার বন্ধুর সংখ্যা ৫৩ জন । কত্ত বন্ধু আমার 🙂
২। ইনবক্স বুঝতে তিনদিন লেগেছে । কিন্তু ইনবক্স বুঝে দুইজন বন্ধুর ওয়ালে উত্তর দিয়ে ফেলেছি :p
৩ । আমার ছোট ভাই আমার আইডি করে দিয়েছে । ১০০ টাকা নিয়েছে দুষ্টটা । সোনেলায় জেনেছিলাম ৫০০ বা ১০০০ টাকা লাগবে । ছোট ভাইকে বলায় সে বললো ‘ আপু আমাকে ১০০ টাকা দাও , আমি বাইরে থেকে করিয়ে এনে দিচ্ছি ‘ । এখন জেনে গিয়েছি  ফেইসবুক আইডি করতে কোনো টাকা লাগেনা 😀
৪ । সবাই ঘন ঘন Status  পালটায় 🙂 মজাই লাগে দেখতে ।

আমার ফেইসবুক আইডি দেখার জন্য এখানে ক্লিক করুন ।

৬৬৭জন ৬৬৭জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ