সোনেলা ব্লগ আয়োজিত একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৪ ফেব্রুয়ারী । বিভিন্ন ব্লগের ব্লগারগন এবং সোনেলার শুভাকাঙ্ক্ষীগণ ঐ মিলন মেলায় অংশ নিয়েছিলেন বলে শুনেছি। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম , এ বিষয়ে কেউ কোন পোষ্ট বা কিছু লিখছেন না সোনেলা ব্লগে । এই গোপনীয়তার অর্থ কি ? মিলন মেলায় সোনেলা ব্লগের বেশ কিছু ব্লগারও অংশ নিয়েছেন । অথচ কোন ব্লগার একটি পোষ্ট দিলেন না । সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কি চাচ্ছেন না মিলন মেলার যাবতীয় তথ্য প্রকাশ না হোক ?
অন্য অনেক ব্লগ আছে , যেখানে সামান্য কয়েকজন ব্লগার আড্ডা দিলেও তা নিয়ে পোস্ট দিয়ে দেন । কিন্তু এই আড্ডা বা মিলন মেলায় প্রচুর অংশ গ্রহনকারী অংশ নেয়া সত্তেও কোন পোষ্ট আসলো না । আমরা যারা মিলন মেলায় অংশ নিতে পারিনি , আমাদের কি জানার অধিকার নেই মিলন মেলা সম্পর্কে ?
ফেইসবুকে দেখেছি ছবি । কিন্তু এখানে কেনো দেয়া হচ্ছে না ? সোনেলায় মিলন মেলার খবর জানাতে সমস্যা কোথায় ?
আপনারাই বলেন সোনেলা একটি পরিবার । আমরা কি তাহলে এই পরিবারের সদস্য নই ? আমরা কেনো জানবো না পরিবারের অন্যান্য সদস্য কতটা আনন্দ করেছেন মিলন মেলায় ? আমি পরিবারের একজন হিসেবে উপেক্ষিত হবো কেনো ?
জানতে চাই মিলন মেলাটি কেমন ছিল ।
৩৬টি মন্তব্য
আমার মন
ঘটনা সত্য, আমি নিজেও ভাবছিলাম কেও পুস্টাইব, মাগার কেও টু শব্দ করে নাই! 😮 -:-
লীলাবতী
এখন তাহলে পোষ্ট দিন।
রাতুল
সবাই ভাবসে সবাই পোস্ট দিবে !! সো কেও ই দেয় নাই !! সহজ হিসেব !! 😀
লীলাবতী
এখন দিন পোষ্ট
জিসান শা ইকরাম
বাপরে , গুরুতর অভিযোগ ।
সোনেলা ব্লগের কেউ এসে বলুন – কাহিনী কি ? মিলন মেলার খবর এখানে জানানো হয়নি কেনো ?
তীব্র প্রতিবাদ এই অন্যায়ের । কেন পোস্ট দেয়া হলো না ?
সোনেলা পরিবারের সবার জানার অধিকার আছে মিলন মেলা সম্পর্কে ।
একজন ব্লগার হিসেবে আমারও জানানো উচিৎ ছিল । জানাবো অবশ্যই 🙂
লীলাবতী
এটা কিন্তু ঠিক হচ্ছেনা জিসান ভাই।
আমীন পরবাসী
আমি এই বিষয়ে তেমন কিছু জানিনা
লীলাবতী
🙁
শুন্য শুন্যালয়
লীলাবতী দি এই উপলক্ষে কিন্তু আমরা একটা প্রতিবাদ মেলার আয়োজন করতে পারি…
আসুন, বজ্রকন্ঠে তুলি আওয়াজ…
লীলাবতী দি ছবিগুলো দেখেছি তেমন সুন্দর হয়নি, আমি আপনি নেই, কেমনে সুন্দর হয় :p
নীহারিকা
আমার কথা কেউ কইলো না, আমারে জানায়ও নাই 🙁
লীলাবতী
নীহারিকা আপু , আড্ডার খবর গোপন করা চলবে না ।
লীলাবতী
আসুন আমরা একটা প্রতিবাদ মেলার আয়োজন করি (y) (y)
মোঃ মজিবর রহমান
লীলাদির অভিযোগ গুরুত্বের সহিত নেয়া হোক, তা না হলে চরম আন্দলন হবে।
অংসগ্রহঙ্কারীই কি মাস্তি করতে পারবে, দূর থেকে যারা প্রতি নিয়ত এই সোনেলা ব্লগকে অনেক অনেক ভালো পোস্ট দিয়ে ব্লগকে জনপ্রিয়তা করছে তাদের দূর থেকে হলেও ওয়াও ! খুব মজা সুন্দর এই গুলো বাদেও আরও সুন্দর সুন্দর শব্দ গুলো ব্যাবহার করার আনন্দটা করতে দিন অনুগ্রহ করে। ভালো থাকবেন আড্ডাবাজরা,
ভোগ করুন নিজেরাই, আরে সবার আনন্দই তো মেইন কথা। সবার মাঝে বিলিয়ে দিন মুক্ত বিহঙ্গ কের ন্যায়।
ভালো থাকুন টা টা টা ……………
লীলাবতী
সহমত পোষন করায় ধন্যবাদ ভাইয়া ।
রিমি রুম্মান
আপনারাই বলেন সোনেলা একটি পরিবার । আমরা কি তাহলে এই পরিবারের সদস্য নই ? আমরা কেনো জানবো না পরিবারের অন্যান্য সদস্য কতটা আনন্দ করেছেন মিলন মেলায় ? আমি পরিবারের একজন হিসেবে উপেক্ষিত হবো কেনো ?____ হুম … শুধুই দীর্ঘশ্বাস……!!
লীলাবতী
🙁 🙁 🙁
নীহারিকা
এর পিছনে অবশ্যই গভীর কোন ষড়যন্ত্র আছে। সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট এখানে পোস্ট করা হোক :@
নীলসাধু
😀 😀
আমি ষড়যন্ত্রমুলকভাবে সহমত জানাই :@
লীলাবতী
এর পিছনে অবশ্যই গভীর কোন ষড়যন্ত্র আছে। সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট এখানে পোস্ট করা হোক (y) (y)
নীলসাধু
আমি বিশেষ ব্যাস্ততার কারণে যোগ দিতে পারিনি ^:^ কিন্তু সবার ছবি দেখসি ফেসবুকে 😀
লীলাবতী
ফেইসবুকে ছবি দিলে এখানে কেনো দেয়া যাবেনা ? 🙁
ছাইরাছ হেলাল
জবাব চাই , দিতে হবে ।
জাতি কিছুতেই এই অন্যায় মেনে নিয়ে চোখ ভাসাতে পারে না ।
লীলাবতী
কিন্তু জবাব টা দিবে ক ? ঝাতি জানতে চায় :p
মা মাটি দেশ
এতেই প্রমান হয় সোনেলা আমাদের আত্ত্বার আত্ত্বীয়।ধন্যবাদ।
আরো একটি মেলা চাই -{@ (y) যেখানে সবাই থাকবেন।প্রথমে কে কবে ফ্রি তা জেনে একটি তরিখ ফিট করা।
লীলাবতী
আপনিও তো গিয়েছিলেন মিলন মেলায় । আপনিও তো জানাতে পারতেন আমাদের ভাইয়া ।
খসড়া
আমি আড্ডা টেরিই পাইনি। যখন পেলাম তখন শেষ আড্ডা তাই আমার মন খুব খারাপ।
লীলাবতী
এরপরের আড্ডায় অবশ্যই যাবো । আপনিও আসবেন ভাইয়া ।
আমার মন
আমি খারাপ হমু কেরে ? ^:^
নীলকন্ঠ জয়
ঘটনা সত্য। আমি কি গেছিলাম? পোষ্টা দিতে হলে ছবি লাগে কিন্তু আমার কাছে কোন ছবি ছিলো না, তাই পোষ্টা দিতে পারি নাই। কিন্তু এটা অযুহাত নয়, আমি সম্পূর্ণ আয়োজনের সামান্য একটা অংশ ছিলাম। এখন পোষ্ট আসবে।
প্রতিবাদ মেলা আয়োজন করলে সেখানেও থাকুম। 😀
লীলাবতী
একজন নীল কন্ঠ গিয়েছিল ঐ আড্ডায় :p
বনলতা সেন
আড্ড-ফাড্ডা ভাল না ।
আড্ডা দিয়ে ভাল কিছু হয় কীনা জানতে চাই ।
লীলাবতী
সামাজিক যোগাযোগের মাঝে খারাপ তো কিছু নেই । কম মানুষের উপকার হয়নি অনলাইনে বিভিন্ন সাহায্যের বেলায় ।
রাসেল হাসান
আড্ডা হলে সবাই মিলে হবে। নইলে হবেনা… 🙂
লীলাবতী
হয়েছে একটি আড্ডা , যারা পেরেছেন , তারা অংশ নিয়েছেন ।
ঘুমন্ত আমি
ভালুবাসা দিবসে তারা কি করিয়াছে তা ঝাতি জানিতে চায়! কেনো এতো গোপনীয়তা কি ছিলো অভিপ্রায়. সব প্রকাশ. করতে হবে!:P:D:P:D না বুঝিয়াই আন্দাজি কইলাম:P:D:P
হতভাগ্য কবি
বিচার দাবি করছি, মানি না এইগুলা কিছুতেই মানি না