টানেলের এই প্রান্তে দাড়িয়ে দেখি ওপাশে কেবল গভীর ঘন কালো অন্ধকার ! ট্যানেলগুলোতে সবসময় অন্ধকার ঢাকা থাকে! আর আমরা আলোর সন্ধানে উদ্দেশ্যহীন ভাবে পাগলের মতো ঘুরে বেড়াই এ প্রান্ত থেকে ও প্রান্ত! যদি আলোর দেখা কখনো পাই! সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালবাসে না ! আর অন্ধকার ক্রমেই চেপে ধরে [
বিস্তারিত ]