হেমাঙ্গিনী, এসেছি তোমার দ্বারে অহমের আঁধার ভেদিয়া, মরুচারীর বেশে অমীমাংসিত সন্ধি ছেদিয়া, কাঞ্চনজঙ্ঘার শীতল চূড়ায় হীমপ্রপাতের - প্রলোভনকে স্যালুট জানিয়ে, এসেছি চৈত্রের রোদে তৃষ্ণার্ত চৌচির হৃদয়ে কামনার জল শিকারীর সাজে, আঁচলতলের বদনখানি দেখবো বলে উড়নচন্ডী চোখে।। হেমাঙ্গিনী, তোমার উষ্ণ চাদরের ভাজে একটুখানি উষ্ণতার খোঁজে সাইবেরিয়ার যাযাবর পাখির মতো এসেছি ছুটে, তোমার মায়াবী মরীচিকায় উদ্ভ্রান্ত পথিকের [
বিস্তারিত ]