মাথায় টোপর দিয়ে
বল্টু ভাইয়ের বিয়ে,
তাই না দেখে ধিং ধিঙ্গা ধিং
খুশিতে নাচে টিয়ে।
বল্টু ভাইও বেজায় খুশি
গোমড়া মুখে সেকি হাসি
আর কিছুক্ষণ পরেই বিয়ের-
বাজবে সানাই বাঁশি ।।
খোকন সোনা রাগ করেছে
মুখ করেছে ভারী,
ভাত খাবে না আল্টিমেটাম
মায়ের সাথে আড়ি ।
স্কুলেতে সেও যাবেনা,
খেলার মাঠেও না ;
জুরাজুরি করেও খোকার
মান ভাঙিল না।।
ভালোবাসি প্রাণের ভাষা
আমার বর্ণমালা,
রক্তের দামে কিনেছি তাই-
বাংলা আমার মা।
ত্রিভুবনে এমন মধু
কোথায় পাবে বলো?
বাংলা ছাড়া মনের কথা
বলবো কিসে বলো?
টাট্টু মিয়ার মাথায় হঠাৎ
গজালো একটা শিঙ,
কি থেকে কি হয়ে গেলো
ভাবছে রাত্রি দিন ।
রাতের বেলায় ঘুম আসে না
দিনে লোক লজ্জ্বা,
হে বিধাতা রক্ষা করো
দিয়ো না আর সাজা।
টাট্টু মিয়া ছিলো ভীষণ
দুষ্টু প্রকৃতির,
যার তার সাথে ঝগড়া করতে
সদা অস্থির।
হঠাৎ করে শিঙ গজিয়ে
করছে হায় হায়,
এই যাতনায় কি হবে তার
কি আছে উপায় ?
ডাক্তার এলো বদ্যি এলো
এলেন স্বয়ং রাজা,
শিঙ সরানো না গেলে
দিবেন তিনি সাজা।
নির্দেশ শুনে ডাক্তার বদ্যির
হারাম হলো ঘুম,
এরই মাঝে আকাশ ভেঙ্গে
নামল বৃষ্টি ঝুম।
রাজবদ্যি বুঝে গেলেন
শিঙ হয়েছে খরায় ,
টাট্টু মিয়ার মাথা নিয়ে
গেলেন বারি ধারায়।
অবাক চোখে দেখলো সবাই
উধাও আজব শিঙ ,
রাজ্য জুড়ে খুশির জোয়ার
বইলো ধিতাং ধিং ।।
২৯টি মন্তব্য
খসড়া
ভালইতো। আরও কিছু লিখে বই হিসাবে প্রকাশ করুন। বাচ্চারা মজা নিয়ে পড়বে বুঝবে রিডিং পড়া শিখবে।
নীলকন্ঠ জয়
আরো কিছু আছে । সময় করে প্রকাশ করবো। পরামর্শটি সুন্দর। অনেক ধন্যবাদ ভাইয়াকে। -{@
মা মাটি দেশ
-{@ (y)
নীলকন্ঠ জয়
-{@
সীমান্ত উন্মাদ
অনেক দিন পর ভালো কিছু ছড়া পেলাম। পোষ্টে জব্বর জোরে + এবং শুভকামনা আপনার জন্য। 😀
নীলকন্ঠ জয়
ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ জানবেন।
শুভেচ্ছা -{@
নীহারিকা
বাহ! বেশ মজার তো!
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ -{@
কৃন্তনিকা
কিউট… (y)
নীলকন্ঠ জয়
🙂
রাতুল
ভালো হইসে (y)
নীলকন্ঠ জয়
থ্যাংস রাতুল -{@
শুন্য শুন্যালয়
শিশুতোষ ছড়া তবে মজা কিন্তু আমরাও পেয়েছি ..
আরো লিখুন .. (y)
নীলকন্ঠ জয়
শুন্য আপনি কি শিশু নন? আমি তো এতোকাল শিশু ভেবেছি :p
অনেক ধন্যবাদ -{@
আমীন পরবাসী
ছড়াগুলো পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই। আবার যদি ফিরে যেতে পারতাম তাহলে একদম ছড়া পড়তে অবহেলা করতাম না। খুব সুন্দর লিখেছেন। শুভকামনা। -{@
নীলকন্ঠ জয়
সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ -{@
ছাইরাছ হেলাল
ছড়া পড়লে আমি শিশুকালে ফিরে যাই ।
সব্যসাচি লেখককে পেয়ে সোনেলা ধন্য ।
নীলকন্ঠ জয়
এতোবড় উপাধি দিয়ে দিলেন? আমি এখনো নাবালক।
শিশুকাল মনে হয় শেষ দিনেও উঁকি দেয়। আমরা শিশুই হতে চাই।
রিমি রুম্মান
ছন্দে ছন্দে পড়ে গেলাম… ভাল লাগলো খুব…
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় আপু -{@
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় রিমি আপু -{@
আততায়ী কলিংবেল
আমি ছড়া খুব ভালবাসি। আপনাকে শুভেচ্ছা, আরো লিখুন। \|/
টিংটং টিংটং টিংটং
নীলকন্ঠ জয়
কলিং বেলের আওয়াজ পেলাম। আরো লিখবো অবশ্যই -{@
মোঃ মজিবর রহমান
ঢং টং গুচ্ছ শিশুদের না
আমার পড়ে মজাত পেলাম বুড়ো আমিও
শিশু বনে গেলাম ভাই।
চমৎকার জয় খুব ভালো লেগেছে।
সামনে বাড়
ভালো থাক।
ধ্যাং তা ধ্যাং
তা ধিনা ধিন
নীলকন্ঠ জয়
মজিবর ভাই আমরা মনে মনে আসলে সবাই শিশু 🙂
মেহেদী হাসান
ভালো লাগলো। শৈশব এখনো মিস করি, আমি এখনো মাঝে মাঝে টম অ্যান্ড জেরি দেখি, এখন মাঝে মাঝে আপনার ছড়া গুলোও পড়া যাবে (y)
নীলকন্ঠ জয়
ভালো লাগলো, উৎসাহ পেলাম। পরের পর্বে আপনাকে পাবো বুঝলাম। ধন্যবাদ -{@
রাসেল হাসান
চমৎকার! চমৎকার!
নীলকন্ঠ জয়
ধন্যবাদ রাসেল আপনাকে -{@