একগুচ্ছ শিশুতোষ ছড়া

নীলকন্ঠ জয় ৮ মার্চ ২০১৪, শনিবার, ০৬:৩২:০৩অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

১/
Andrean-Poon-wedding-characters-sketch-v03বল্টু ভাইয়ের বিয়ে

মাথায় টোপর দিয়ে
বল্টু ভাইয়ের বিয়ে,
তাই না দেখে ধিং ধিঙ্গা ধিং
খুশিতে নাচে টিয়ে।

বল্টু ভাইও বেজায় খুশি
গোমড়া মুখে সেকি হাসি
আর কিছুক্ষণ পরেই বিয়ের-
বাজবে সানাই বাঁশি ।।

 

 

 

২/crying-bebe
খোকন সোনা রাগ করেছে

খোকন সোনা রাগ করেছে
মুখ করেছে ভারী,
ভাত খাবে না আল্টিমেটাম
মায়ের সাথে আড়ি ।

স্কুলেতে সেও যাবেনা,
খেলার মাঠেও না ;
জুরাজুরি করেও খোকার
মান ভাঙিল না।।

 

 

423223_520414257992446_1598530214_n৩/
বর্ণমালা

ভালোবাসি প্রাণের ভাষা
আমার বর্ণমালা,
রক্তের দামে কিনেছি তাই-
বাংলা আমার মা।

ত্রিভুবনে এমন মধু
কোথায় পাবে বলো?
বাংলা ছাড়া মনের কথা
বলবো কিসে বলো?

 

৪/can-stock-photo_csp15517535
শিঙ

টাট্টু মিয়ার মাথায় হঠাৎ
গজালো একটা শিঙ,
কি থেকে কি হয়ে গেলো
ভাবছে রাত্রি দিন ।

রাতের বেলায় ঘুম আসে না
দিনে লোক লজ্জ্বা,
হে বিধাতা রক্ষা করো
দিয়ো না আর সাজা।

টাট্টু মিয়া ছিলো ভীষণ
দুষ্টু প্রকৃতির,
যার তার সাথে ঝগড়া করতে
সদা অস্থির।

হঠাৎ করে শিঙ গজিয়ে
করছে হায় হায়,
এই যাতনায় কি হবে তার
কি আছে উপায় ?

ডাক্তার এলো বদ্যি এলো
এলেন স্বয়ং রাজা,
শিঙ সরানো না গেলে
দিবেন তিনি সাজা।

নির্দেশ শুনে ডাক্তার বদ্যির
হারাম হলো ঘুম,
এরই মাঝে আকাশ ভেঙ্গে
নামল বৃষ্টি ঝুম।

রাজবদ্যি বুঝে গেলেন
শিঙ হয়েছে খরায় ,
টাট্টু মিয়ার মাথা নিয়ে
গেলেন বারি ধারায়।

অবাক চোখে দেখলো সবাই
উধাও আজব শিঙ ,
রাজ্য জুড়ে খুশির জোয়ার
বইলো ধিতাং ধিং ।।

১জন ১জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ