মাঝ রাতে ঘুমোতে যাই, কিছু দিন ধরেই নিয়মিত দুঃস্বপ্ন দেখি, ব্যাখ্যাহীন কিছু দুঃস্বপ্ন, রাত গভীর হয়, আমি ঘুমিয়ে পরি। কিছু বৃদ্ধকে সাথে নিয়ে শুরু হয় আমার দুঃস্বপ্ন- বৃদ্ধগুলো আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, পরক্ষনেই একসাথে কেঁদে ওঠে সবাই। অজস্র বৃদ্ধের কান্নার আওয়াজ ছন্দ তোলে বাতাসে, অদ্ভুত এক ট্রাম্পেটের সুর কানে বাজে, এই সুর বেয়ে [
বিস্তারিত ]