“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা ।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দেই আমার ভাইকে ফোঁটা ।”
আজ ভাই ফোঁটা ।
সনাতন ধর্মালম্বী দের কাছে বিশেষ একটা দিন ।
মূলত এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনায় উপবাস রেখে প্রার্থনা করে ।
আমার নিজের কোন বোন নেই । আমি এই দিকে খুবই দূর্ভাগা ।
সোনালার সকল দিদি দের কে আমন্ত্রণ রইল , আপনার ভাই আপনাদের অপেক্ষায় থাকবে ।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আমিই ১ম।
শুভেচ্ছা রইলো।
-{@
নীলকন্ঠ জয়
শুভেচ্ছা রইলো। (3
সঞ্জয় কুমার
আপনাকে ও শুভেচ্ছা । ।
সঞ্জয় কুমার
আপনি বরাবরই প্রথমে থাকেন । ধন্যবাদ আপনাকে ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভেচ্ছা রইল দাদা।
লীলাবতী
আমি দিলাম আপনাকে ফোটা।
শুন্য শুন্যালয়
ভালোই হয়েছে আমার ভাই নেই। ভাইফোঁটা দিলে কিন্তু বোনকে উপহার দিতে হয়। উপহার রেডি রাখুন আসতেছি।
সঞ্জয় কুমার
ধন্যবাদ দিদি । আমি আপনার অপেক্ষায় আছি চলে আসুন । ছোট ভাই হিসাবে আমারও কিন্তু উপহার পাওনা ।
জিসান শা ইকরাম
এই ভাইফোটা আমারও খুব ভালো লাগে। ইচ্ছে হয় বোনদের কাছ থেকে নেই।
সঞ্জয় কুমার
আমি ইচ্ছা থাকলেও পারি না ।
বন্য
শুভেচ্ছা রইলো।
সঞ্জয় কুমার
আপনাকেও শুভেচ্ছা ভাল থাকবেন ।
অলিভার
মঙ্গল কামনা করতে দিন লাগে না, সেটা প্রতিনিয়তই হয়।
কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ মঙ্গলকে কামনা করে সম্পর্কের মাধুর্য বোঝাতে এমন উপলক্ষ সত্যিই চমৎকার।
শুভেচ্ছা রইলো -{@
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।