বিসিএস এর দেশে

সঞ্জয় কুমার ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ০১:৩০:১৫পূর্বাহ্ন রম্য ৬ মন্তব্য

স্যার মহা ঝামেলায় পড়লাম দেখছি, একটা ৪ তলা বাড়ি করবো কোন ভালো ইঞ্জিনিয়ার পাই না।

 

ধূর মিয়া তুমি আছো ৪ তলা বাড়ি নিয়ে আমি যে ৬ তলা একটা বাড়ি করতে চাইছিলাম সেটার সয়েলটেষ্ট এর কাজই আজ পর্যন্ত শেষ করতে পারলাম না।

 

কেন স্যার

 

আরে ভাই ৩টা টিম দিয়ে কাজ করাইছিলাম ৩ জনে ৩ রকমের রিপোর্ট দিসে।

১ জমিতে ৩ রকমের রিপোর্ট, বুঝছো না বোঝো নাই !!!

১ম টিমে কয় মাটি খুব খারাপ ৮০ ফিট পাইলিং লাগবে

২য় টিমে কয় মাটি মোটামুটি স্যান্ড পাইল করেন

৩য় টিমের কথা শুনে তাজ্জব হয়া গেছি, তারা বলে স্যার মাটি অত্যন্ত ভালো কোন পাইলিং লাগবে না আপনি নরমাল ফুটিং দিয়ে বিল্ডিং করতে পারেন।

 

এখন বলো কেমন ডা লাগে ! মনেহয় নিজের মাথায় নিজে বারি দিই।

 

ইয়ে স্যার ওরা চার্জ কেমন নিয়েছিলো ?

 

টাকা তো কম নিয়েছে, ২০ হাজারের মধ্যে নিসে সবাই,

বললো স্যার আপনার কাছে বেশী নেয়ার ইচ্ছে নাই শুধু লেবার বিল আর যাওয়া আসার খরচ দিয়েন।

 

স্যার ২০ হাজারে এর চেয়ে ভালো রিপোর্ট কি দেবে বলুন।

 

সেটা ঠিক, তাই বলে আমার সাথেও দুই নাম্বারি !!!

 

এদের উপর বিশ্বাস উঠে গেছে সামনের মাসে ইন্ডিয়া বা চায়না কোন কোম্পানিকে দিয়ে করাবো।

রেট বেশী হলেও ওদের কাজে ভরসা পাওয়া যায়।

 

আচ্ছা কুয়েটের হাবিব ভাইয়ের নাম্বার আছে তোমার কাছে ?

কোন হাবিব স্যার ?

 

আরে ঐ যে গতবছর একটা বিল নিয়ে অনেক ক্যাচাল করছিলো, পরে কি একটা ঝামেলা হয়ে ওনার অনেক টাকা আটকে গেলো।

 

ও হাবিব ভাই তো বিদেশে চলে গেছে, বেচারা অনেক টাকা লস খেয়েছে।

বিদেশে যাওয়ার সময় দেশের জমিজমা সব বিক্রি করে গেছে।

 

লস তো খাবেই ব্যাবসা করতে শুধু মেধা থাকলে হবে না, বুদ্ধিও থাকতে হবে, উনি আমাদের সাথে ঝামেলা না করলে ওনার বিলটা কি আটকে যেতো !

 

তবে লোকটা অনেক মেধাবী ছিলো স্যার।

 

হুম, আচ্ছা বাদ দাও।

 

স্যার আমার ৭ দিনের ছুটি লাগবে

 

কেন ?

 

ছোট ছেলেটার কাশি ২ সপ্তাহ ধরে,

ইন্ডিয়া যাবো একটা কাজে ওখানে দেখাবো।

 

এইজন্য বুঝলে এই জন্যই দেশের কোনদিন উন্নতি হবেনা,

তুমি সরকারি চাকরি করো সামান্য কাশির চিকিৎসা যদি দেশে করানোর সাহস না পাও জনগন ভরসা পাবে কিভাবে !!!

 

স্যার আপনার হয়তো মনে আছে গত মাসে সালাম স্যারের ছেলের কথা, সামান্য জ্বরের চিকিৎসা দেশে করাতে গিয়ে কি অবস্থা হয়েছিলো।  ভুল ঔষধ দেয়াতে তাকে বাঁচানোই কষ্ট হয়েছিলো। পরে দেশের বাইরে নিতে হয়েছিলো।

তাছাড়া যেভাবে বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনুমোদন দেয়া হয়েছে, সেগুলো মান তো সেইভাবে নিয়ন্ত্রণ করা হয়না। টাকা দিলেই আজকাল সব সার্টিফিকেট পাওয়া যায়।

 

হুম সেটাও ঠিক।

আচ্ছা যাও।

 

দেশের যে কি হলো বুঝতে পারছিনা, কোন যায়গাতেই শান্তি নেই।

ভেজাল খাবার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, ব্যাংকার, ব্যাবসায়ী কারও মধ্যে আন্তরিকতা নেই  সবাই শুধু ইনকামের ধান্দায় ব্যাস্ত।

 

আচ্ছা কি একটা ঝামেলার কথা বলছিলে যেনো ?

 

জ্বি স্যার গত কয়েকবছর ধরে দেশে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী এসব পাবলিক ইউনিভার্সিটির সিট একবারে ফাঁকা কেউ আবেদন করছেনা।

 

বলো কি আগে তো প্রায় প্রতিদিন ২-৩ টা সুপারিশ থাকতো এসব সিটের জন্য !!!

 

দেশের লোকজন কি এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায় না !!!

 

স্যার আরেকটা ব্যাপার আছে বিসিএস এ আবেদন এর মাত্রা আগের চেয়ে অনেকগুন বেড়ে গেছে, সবাই নাকি এখন প্রাইমারি থেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে।

ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এগুলো নাকি এখন আর চলে না।

 

আমাদের মেগা প্রযেক্টে আগে থেকেই বিদেশিরা কাজ করতো এখন ওরাই সব কাজ করছে,

দেশের ডাক্তার দের উপর কেউ ভরসা পাচ্ছে না, পুরনো যারা ছিলো তারা বিদেশে চলে গেছে বা দেশে যেসব বিদেশি কোম্পানি আছে সেখানে জব করছে।

 

বড়ই চিন্তার বিষয় ডাক্তার রা হঠাৎ এমন অভিমান করলো কেন ? এভাবে চললে তো দেশের স্বাস্থ্য  ব্যাবস্থাই ভেঙে পড়বে।

 

স্যার এখন সবাই ক্ষমতা আর টাকা চায়,

গতবছর একজন এমপি একজন ডাক্তার কে কান ধরে উঠবস করাইসিলো মনে আছে ?

 

হুম অবস্থা তো খুবই জটিল হচ্ছে মনেহচ্ছে।

আসলে আমার মনেহয় হয় কি জানো,  কেউ আর এদেশে থাকতে চাইছে না। যে যার মতো ধান্দাবাজি করে ইনকাম করতে চাইছে। শুধু আমরাই একমাত্র দেশকে ভালোবেসে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করছি। সবাই এগুলো বুঝবেনা সাধারণ জনগন তো মনেই করে সারাদিন দূর্নীতি করে টাকা ইনকাম ছাড়া আমাদের কোন কাজ নেই।

আরে ভাই, কত কষ্ট করে একটা সরকারি চাকরি পেতে হয় এই সম্পর্কে জনগণের কোন ধারনা আছে ! জনগণ মেধার মূল্যায়ন করতে জানে না।

 

এই যে পাশের বাসার জলিল সাহেব, কোন ফ্যাক্টরির নাকি বিরাট অফিসার, মাসে নাকি ২ লাখ টাকা সেলারী,

সেদিন আমার বাসায় এসে এমনভাবে অনুরোধ করছিলো, শুধুমাত্র পায়ে ধরা বাকি রাখছে।

ওনার ফ্যাক্টরির একটা এনওসি পাশ করিয়ে দিতে হবে।

 

তারপর কাজটা নিয়েছিলেন স্যার ?

 

নিলাম, কি আর করবো বলো, জানোই তো আমার দয়ার শরীর কাউকে না বলতে পারিনা।

আসলে সরকারি চাকরী উপ্রে কিছু নাই, বুঝছো না !!!

আচ্ছা বাদ দাও এতো চিন্তা করে লাভ নেই, আরেকটা ফাইল বের করো।

৪৪১জন ৩৬৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ