নলডাঙ্গা রাজবাড়ী !!! আসলে রাজবাড়ী নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে রাজকীয় ঐতিহ্যে গড়া বিশালাকৃতির অভিজাত ভবন। এখানে আসলে এখন আর রাজবাড়ীর সেই জৌলুস আর নেই, তবে টিকে আছে সুদৃশ্য ৭টি মন্দির। কালীমাতা মন্দির, লক্ষী মন্দির, গনেশ মন্দির, দুর্গা মন্দির, তারামনি মন্দির, বিষ্ণু মন্দির, রাজেশ্বরী মন্দির। মন্দিরগুলোর নির্মাণশৈলী, নকশা, টেরাকোটার ডিজাইন এগুলো আপনাকে মুগ্ধ করবেই। [
বিস্তারিত ]