ওইসব দেখার সুযোগ তো আর হয় নাই, যতটুকু বুঝেছি, জেনেছি সে অনুযায়ী বলছি: ১. খন্দকার মোশতাক, যিনি ৭১ মুক্তিযুদ্ধের সময় বিদেশ মন্ত্রী ছিলেন, ২নং সেক্টর কমান্ডার ও বীর উত্তম, একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা ,একজন দেশপ্রেমিক। তৎকালীন জাসদের মতে, তার গ্রুপ হল ভারতের মদদকারী বা সাহায্যপুস্ট, দালাল। খালেদ মোশারফ যখন সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করছিলেন তখন তার [
বিস্তারিত ]